মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫
মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
advertisement
সিলেট বিভাগ

গোলাপগঞ্জে পুলিশের অভিযানে ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদকসহ দুইজন আটক

গোলাপগঞ্জ থানা পুলিশ  পৃথক পৃথক অভিযান চালিয়ে বৈষম্য বিরোধী আন্দোলনে জড়িত থাকার অভিযোগে  উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদকসহ  দুই  ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর)  রাত ১ টার দিকে  পুলিশ  অভিযান চালিয়ে পৌর সদরের এমসি একাডেমী স্কুল     এন্ড কলেজ মাঠ থেকে মো: জাফর (২০) নামের এক ছাত্রলীগ নেতাকে আটক করেছে। আটককৃত মো: জাফর আমুড়া ইউপির ইসলাম টুল গ্রামের জালাল উদ্দীনের ছেলে।

অপরদিকে গোপন সংবাদের ভিত্তিতে গোলাপগঞ্জ মডেল থানার পুলিশ  অভিযান চালিয়ে  উপজেলার ঢাকাদক্ষিন মধ্য কানিশাইল এলাকা থেকে  উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ছাইদ আহমদ (২৩)কে  গ্রেফতার করে। আটককৃত  ছাইদ উপজেলার  ঢাকাদক্ষিন ইউনিয়নের মধ্য কানিশাইল গ্রামের সাইফুল ইসলাম রানার ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, তাদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে জড়িত থাকার অভিযোগ রয়েছে। 
গ্রেফতারে বিষয়টি নিশ্চিত করে গোলাপগঞ্জ মডেল থানার উপ-পরিদর্শক  আনন্দ চন্দ্র জানান, আইনানুগ প্রক্রিয়া শেষে আসামিদের আদালতে প্রেরন করা হবে।

এই সম্পর্কিত আরো