মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫
মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
advertisement
সিলেট বিভাগ

সুনামগঞ্জের কামারখালসহ সকল খাল পুনরুদ্ধারে করণীয় শীর্ষক আলোচনা

সুনামগঞ্জ পৌর শহরের কামারখালসহ সবগুলো খাল পুনরুদ্ধার ও সংরক্ষণে উচ্চ আদালতের নির্দেশনা বাস্তবায়নে করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুরে সুনামগঞ্জ সার্কিট হাউজ মিলনায়তনে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) আয়োজিত এ সভায় খাল দখল ও দূষণ রোধ, অবৈধ স্থাপনা উচ্ছেদ, খালের স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনা এবং দীর্ঘমেয়াদি সংরক্ষণ পরিকল্পনা গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়। প্রেজেন্টেশনে ছিলেন,বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা), বিভাগীয় সমন্বয়ক অ্যাডভোকেট শাহ সাহেদা আখতার।

সভায় বক্তারা বলেন, খালগুলো পুনরুদ্ধার না হলে পরিবেশ ও প্রতিবেশের ক্ষতিসহ শহর জলাবদ্ধতার মারাত্মক ঝুঁকিতে পড়বে। উচ্চ আদালতের নির্দেশনা যথাযথভাবে বাস্তবায়নের মাধ্যমে খাল দখলমুক্ত করা, নিয়মিত পরিচর্যা ও নজরদারি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে জনসচেতনতা বাড়ানো এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বিত উদ্যোগ প্রয়োজন বলে মত দেন তাঁরা।

জেলার সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সভাপতি নুরুল হক আফিন্দীর সভাপতিত্বে এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া, পৌর প্রশাসক অসীম কুমার বনিক, অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকার, সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মামুন হাওলাদার, সুনামগঞ্জ জেলা ফায়ার সার্ভিসের লিডার মোহাম্মদ সুহেল রানা,  সুনামগঞ্জ পরিবেশ রক্ষা আন্দোলনের সভাপতি আবু নাসার প্রমুখ।

সভায় সরকারি বিভিন্ন দপ্তরের প্রতিনিধি, গণমাধ্যমকর্মী, পরিবেশবাদী সংগঠনের নেতৃবৃন্দ, নাগরিক সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন-সুনামগঞ্জ জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেন, খালগুলো দখল ও দূষণমুক্ত রাখা গেলে সেগুলো পুনরুদ্ধার করা সম্ভব হবে এবং সুনামগঞ্জ পৌরসভাকে একটি পরিকল্পিত, বাসযোগ্য ও আধুনিক নগরী হিসেবে নতুনভাবে সাজানো যাবে।

তিনি বলেন, একটানা বৃষ্টি হলে শুধু সাধারণ মানুষের বাড়িতেই নয়, আমার নিজের বাড়িতেও পানি উঠে। তাই জলাবদ্ধতার এই সমস্যা কোনো একক ব্যক্তি বা এলাকার নয়, এটি আমাদের সবার সমস্যা। এই সংকট থেকে উত্তরণে এককভাবে প্রশাসনের পক্ষে সম্ভব নয়, প্রয়োজন সকলের সম্মিলিত উদ্যোগ ও সচেতনতা।

এই সম্পর্কিত আরো