সিলেট-৬ আসনে শেষ দিনে প্রার্থীরা তাদের কর্মী-সমর্থকদের নিয়ে উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র জমা দিয়েছেন। এই আসনে প্রধান দলগুলোর প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীদের তৎপরতা ছিল চোখে পড়ার মতো।
বিএনপির মনোনীত প্রার্থী অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী মনোনয়নপত্র দাখিল করেছেন। সোমরার উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে নিজ নিজ মনোনয়নপত্র দাখিল করেন তারা। এসময় তার সাথে জেলা ও উপজেলা বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মনোনয়ন দাখিলের পর এমরান আহমদ চৌধুরী গোলাপগঞ্জ ও বিয়ানীবাজারবাসীর কাছে দোয়া প্রার্থনা করেন।
এদিকে সিলেটে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে সিলেট-৬ আসনে বিএনপি’র প্রার্থী হিসেবে ফয়ছল আহমদ চৌধুরী মনোনয়নপত্র দাখিল করেছেন।
এ সময় তার সাথে বিয়ানীবাজার-গোলাপগঞ্জের বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মনোনয়নপত্র দাখিলের শেষ দিন সোমবার তিনি দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে বিকেলে মনোনয়নপত্র দাখিল করেন।
মনোনয়নপত্র দাখিল শেষে ফয়ছল আহমদ চৌধুরী বলেন, বিএনপি তাকে মুল্যায়ন করেছে। তৃণমুল মানুষের কথা শুনছে। এখন সবাই দলীয় প্রতীককে বিজয়ী করতে ঝাঁপিয়ে পড়তে হবে। তিনি বলেন, কোথাও কোন্দল নেই। সবাই ধানের শীষের পক্ষে আছেন। মানুষ উৎসবমুখর পরিবেশে ভোট দিয়ে ধানের শীষকে বিজয়ী করবে।
নির্বাচনী বিধি মেনে অত্যন্ত ফুরফুরে মেজাজে সিলেট-৬ বিয়ানীবাজার-গোলাপগঞ্জ নির্বাচনী আসনে প্রতিদ্বন্ধিতার জন্য মনোনয়ন ফরম জমা দিয়েছেন জামায়াতে ইসলামীর প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন। এই আসনে বিজয় পেতে অনেকটা নির্ভার এই প্রার্থী। শেষ পর্যন্ত বিএনপির প্রার্থী নিয়ে টানাটানি আর অনিশ্চয়তায় অনেকটা চনমনে জামায়াতের সেলিম উদ্দিন।
সোমবার দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়ন পত্র জমা দেন ঢাকা মহানগর উত্তরের আমির মুহাম্মদ সেলিম উদ্দিন।
দলীয় প্রার্থী হিসেবে মুহাম্মদ সেলিম উদ্দিনের নাম ঘোষণা হওয়ার পর থেকে বিয়ানীবাজার এবং গোলাপগঞ্জ উপজেলার প্রত্যন্ত অঞ্চলে গিয়ে মানুষের সুখ-দুঃখের কথা শুনে সেগুলো সমাধানে জন্য কাজ করেছেন সাবেক এই ছাত্রনেতা। ইতিমধ্যে মুহাম্মদ সেলিম উদ্দিনের আন্তরিক প্রচেষ্টায় বিয়ানীবাজার উপজেলায় বেশ কয়েকটি উন্নয়ন প্রকল্প অনুমোদন হয়েছে। সেলিম উদ্দিনকে নিয়ে স্থানীয় জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের সকল নেতাকর্মী মাঠে ব্যাপকভাবে প্রচারণা চালাচ্ছেন। তারা তার জয়ের ব্যাপারেও আশাবাদী।
সিলেট-৬ বিয়ানীবাজার-গোলাপগঞ্জ নির্বাচনী আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী হিসেবে মনোয়নপত্র দাখিল করেন মোহাম্মদ আবদুন নুর।
সোমবার দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে বিয়ানীবাজার উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেন তিনি।
এর আগে জাতীয় সংসদের ২৩৪ বিয়ানীবাজার- গোলাপগঞ্জ আসনে আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্ধিতার জন্য জাতীয় পার্টির দলীয় প্রতীক লাঙ্গল দেওয়া হয় মোহাম্মদ আবদুন নুরকে।
তিনি জাতীয় পার্টির একজন নিবেদিত প্রাণ সংগঠক হিসেবে পরিচিত।
বিয়ানীবাজােরে সহকারি রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে সিলেট-৬ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী এড. জাহিদুর রহমান মনোনয়নপত্র দাখিল করেছেন।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সিলেট-৬ বিয়ানীবাজার-গোলাপগঞ্জ নির্বাচনী আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন তরুণ রাজনীতিবিদ হাফিজ মাওলানা মুহাম্মদ ফখরুল ইসলাম।
সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারি রিটার্নিং কর্মকর্তা মো. রফিকুল ইসলাম এর কাছে মনোনয়নপত্র জমা দেন তিনি।
এসময় হাফিজ মাওলানা ফখরুল ইসলাম বলেন, বিয়ানীবাজার-গোলাপগঞ্জের আলিম উলামারা ঐক্যবদ্ধ হয়ে আমাকে নির্বাচনে প্রার্থী ঘোষণা করেছেন। জনগণের সেবা করার জন্য রাজনীতিতে এসেছি, মানুষের সেবা করে যাবো। কেবল প্রতীক দেখেই নয়; যোগ্য প্রার্থী দেখে মানুষ তাদের মতামত প্রকাশ করবে বলে মন্তব্য করেন তিনি।