মৌলভীবাজারের কমলগঞ্জে পাত্রখোলা চা বাগান এলাকায় দেবরের হাতে ভাবি খুন হয়েছে। খুন করার পর দেবর পলাতক হলেও পুলিশের বিশেষ অভিযানে ৯ ঘন্টা পর হত্যাকারীকে আটক করা হয়। বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টায় মাধবপুর ইউনিয়নের পাত্রখোলা চা বাগানের বাজার লাইনে এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়,পূর্বের শত্রুতার জের ধরে দেবর মঞ্জুর মিয়া(৪২) পান দোকানে ঢুকে বড় ভাবি কারিমা বেগম (৪২) কে এলোপাতাড়ি ছুরিকাঘাত করলে সে মাটিতে লুঠিয়ে পড়েন। পরে বাজারে ব্যবসায়ীসহ স্থানীয়রা ছুটে আসলে ঘাতক ঘাতক পালিয়ে যায়। পরে আহত মহিলাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খুন হওয়া মহিলা পাত্রখোলা চা বাগানের পূর্বপাড়া দুই নাম্বার এলাকার মর্তুজ মিয়ার স্ত্রী। খুন করে পালিয়ে যাওয়া মঞ্জুর মিয়াকে ঘটনার ৯ ঘন্টা পর আটক করে পুলিশ।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক কনক কান্তি সিনহা।
কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ সৈয়দ ইফতেখার হোসেন বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। হত্যাকারিকে ধরতে পুলিশের বিশষ অভিযানে ৯ ঘন্টা পর আটক করা হয়েছে। এ ঘটনায হত্যা মামলা হবে।