গোলাপগঞ্জ প্রতিনিধি
গোলাপগঞ্জে ইয়াবাসহ একজনকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটলিয়ান (র্যাব-৯)। আটককৃত আব্দুল মুতলিব (৫০) এর কাছ থেকে ২১৮২ পিস ইয়াব উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার দুপুর ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার হেতিমগঞ্জ বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আব্দুল মুতলিব জকিগঞ্জ উপজেলার উত্তরকুল গ্রামের মৃত মেকাই মিয়ার ছেলে।
র্যাব-৯ এর মিডিয়া অফিসার ( সহকারী পুলিশ সুপার) মোঃ মশিহুর রহমান সোহেল গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের ও জব্দকৃত আলামতসহ তাকে গোলাপগঞ্জ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।