শনিবার, ১৭ মে ২০২৫
শনিবার, ১৭ মে ২০২৫
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
সেল্টার নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠিত সিলেটে সিলিন্ডার বিস্ফোরণে ক্লিনিকে আগুন জাতীয় নির্বাচন হবে কি হবে না, সেটা আমার বিষয় না: শ্রীমঙ্গলে উপদেষ্টা সাখাওয়াত জামালগঞ্জ ডেভিল হান্ট অপারেশনে একজন আটক কুলাউড়া জয়চন্ডী ইউনিয়ন যুব উন্নয়ন পরিষদের আত্মপ্রকাশ শান্তিগঞ্জের শিমুলবাঁকে ধান লুটপাটের মিথ্যা ঘটনায় এলাকাবাসীর প্রতিবাদ-নিন্দা কুলাউড়ায় কলেজ ছাত্রের উপর হামলাকারীদের গ্রেফতারের দাবিতে প্রতিবাদ সভা ও মানববন্ধন বানিয়াচংয়ে মাঠে রেফারীর উপর হামলা, থানায় অভিযোগ দায়ের অবৈধদের দেশে ফেরার সুযোগ ২০২৬ সালের এপ্রিল পর্যন্ত বাড়িয়েছে মালয়েশিয়া ডিসেম্বরের মধ্যে নির্বাচন করতে বাধা কোথায়, প্রশ্ন নজরুলের
advertisement
সিলেট বিভাগ

আদিবাসী শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে শাবিতে বিক্ষোভ

পাঠ্যবই থেকে আদিবাসী সম্মিলিত গ্রাফিতি সরানোর প্রতিবাদে আদিবাসী ছাত্রজনতার পূর্বঘোষিত কর্মসূচিতে ‘স্টুডেন্ট ফর সভরেন্টি' কর্তৃক হামলার প্রতিবাদে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বেলা দেড়টায় গোল চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের করে বিশ্ববিদ্যালয়ের ‘অ্যাসোসিয়েশন অব ইন্ডিজেনাস স্টুডেন্ট সাস্ট’। মিছিলটি ক্যাম্পাস ঘুরে কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

মিছিলে শিক্ষার্থীরা ‘অদিবাসিদের উপর হামলা কেন, ইন্টেরিম জবাব চাই’, ‘পাহাড় থেকে সমতলে, লড়াই হবে সমান তালে’, ‘হাসিনা গেছে যেই পথে, সন্ত্রাসী যাবে সেই পথে’, ‘হামলা করে অন্দোলন বন্ধ করা যাবে না,’ ‘জাতিগত/ সাম্প্রদায়িক বিভাজন, রুখে দাও জনগণ’, ‘আমার ভাইয়ের রক্ত ঝরে,  ইন্টেরিম কি করে,’ ‘বাঙালিত্বের ক্ষমতা ভেঙ্গে করো সমতা’ প্রভৃতি স্লোগান দেন।

মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে ‘অ্যাসোসিয়েশন অব ইন্ডিজেনাস স্টুডেন্ট সাস্ট’র সাধারণ সম্পাদক ও পলিটিক্যাল স্টাডিজ বিভাগের (২০১৯-২০) শিক্ষাবর্ষের শিক্ষার্থী সুধীর খীসার সঞ্চালনায় বক্তব্য রাখেন ইংরেজি বিভাগের অধ্যাপক ড. হিমাদ্রি শেখর রায় ও জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্ট বিভাগের প্রভাষক ইলোরা চাকমা।

বক্তব্যে হিমাদ্রি শেখর বলেন, ‘এদেশে যারা বসবাস করে তারা সবাই বাংলাদেশি, এই পরিচয় নিয়ে সবাইকে স্বাধীনভাবে বসবাস করতে দিতে হবে। গতকাল আদিবাসী শিক্ষার্থীদের ওপর যে হামলা হয়েছে তার তীব্র নিন্দা জানাচ্ছি। এ ধরণের ন্যাক্কারজনক ঘটনা ভবিষ্যতে আর দেখতে চাই না। এ দেশে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলে আমরা নিরাপত্তার সাথে থাকতে চাই।’ এ সময় হামলায় জড়িতদের আইনের আওতায় নিয়ে এসে দৃষ্টান্তমূলক শাস্তি ও  সঠিক তদন্তের আহ্বান জানান তিনি।

হামলার নিন্দা জানিয়ে সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী তুখোড় মিলিনিয়াম আরেং বলেন, ‘গণতান্ত্রিক দেশে সকলের মতামতকে সমান গুরুত্ব দেওয়া উচিত। গতকাল আমাদের ভাইদেরকে পুলিশের উপস্থিতিতে উদ্দেশ্য প্রণোদিত ভাবে হামলা করা হয়েছে। এ ঘটনার সুষ্ঠু তদন্ত করুন না হলে আমরা ভাববো বৈষম্যহীন বাংলাদেশ শুধু সংখ্যাগুরুদের জন্য।

এই সম্পর্কিত আরো

সেল্টার নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠিত

সিলেটে সিলিন্ডার বিস্ফোরণে ক্লিনিকে আগুন

জাতীয় নির্বাচন হবে কি হবে না, সেটা আমার বিষয় না: শ্রীমঙ্গলে উপদেষ্টা সাখাওয়াত

জামালগঞ্জ ডেভিল হান্ট অপারেশনে একজন আটক

কুলাউড়া জয়চন্ডী ইউনিয়ন যুব উন্নয়ন পরিষদের আত্মপ্রকাশ

শান্তিগঞ্জের শিমুলবাঁকে ধান লুটপাটের মিথ্যা ঘটনায় এলাকাবাসীর প্রতিবাদ-নিন্দা

কুলাউড়ায় কলেজ ছাত্রের উপর হামলাকারীদের গ্রেফতারের দাবিতে প্রতিবাদ সভা ও মানববন্ধন

বানিয়াচংয়ে মাঠে রেফারীর উপর হামলা, থানায় অভিযোগ দায়ের

অবৈধদের দেশে ফেরার সুযোগ ২০২৬ সালের এপ্রিল পর্যন্ত বাড়িয়েছে মালয়েশিয়া

ডিসেম্বরের মধ্যে নির্বাচন করতে বাধা কোথায়, প্রশ্ন নজরুলের