বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্বাস্থ্য কামনায় সিলেটের জকিগঞ্জে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২ ডিসেম্বর) বাদ আসর জকিগঞ্জ উপজেলা যুবদল নেতা এমাদ উদ্দিন এনামের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ-স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক ও সিলেট-৪ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী অ্যাডভোকেট সামসুজ্জামান জামানের পক্ষ থেকে এই দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত মাহফিলে জকিগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নজির আহমেদসহ স্থানীয় যুবদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন—ইমন আহমদ, আমান আহমেদ, দেলোয়ার আহমদ, হাসান আহমদ, জুয়েল আহমেদ, সাহেদ উদ্দিন, ফাহিম আহমেদ প্রমুখ।
দোয়া মাহফিলে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য লাভ এবং দেশ ও জাতির সার্বিক কল্যাণ ও মঙ্গল কামনা করে মহান আল্লাহর দরবারে বিশেষ মোনাজাত করা হয়।