রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬
রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
প্রেস ব্রিফিংয়ে চিফ প্রসিকিউটর - ছাত্র-জনতার ওপর নিষ্ঠুরতম হত্যাকারীদের বিচার নিশ্চিত করা হবে দ্বৈত নাগরিকত্ব থাকা প্রার্থীদের ভাগ্য নির্ধারণ আজ জাতীয় ছাত্রশক্তি সিলেট মহানগর শাখার কমিটি ঘোষণা বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ম্যাজিস্ট্রেটকে রুমিন ফারহানা বললেন, ‘আপনাদের এইরকম দেখায়’ ইলিয়াস আলীকে গুমের আগে ‘টেস্ট কেস’ হিসেবে দিনারকে নেওয়া হয়েছিল সিলেট প্রেস মালিক কল্যাণ সমিতির সভাপতি বেলাল ও সম্পাদক কামাল মঙ্গলবার সিলেট মহানগর বিএনপির প্রচার মিছিল ভারতে বিশ্বকাপ খেলবে না বাংলাদেশ, দ্রুতই সিদ্ধান্ত জানাবে আইসিসি ‘ফর ইউর কাইন্ড ইনফরমেশন, আমি আপনার আপু নই’ সৃষ্টিকর্তার সন্তুষ্টি লাভের জন্যেই জামায়াত মানুষের কল্যাণে কাজ করে — মাওলানা লোকমান আহমদ
advertisement
সিলেট বিভাগ

দাপুটে জয়ে সিরিজ বাংলাদেশের

আয়ারল্যান্ডের বিপক্ষে কর্তৃত্ব করে জিততে চেয়েছিলেন টি-২০ দলের অধিনায়ক লিটন দাস। কিন্তু প্রথম ম্যাচে হারের পর দ্বিতীয় ম্যাচে জিততে পরীক্ষায় পড়তে হয়েছিল স্বাগতিকদের। অবশেষে সিরিজের তৃতীয় ও শেষ টি-২০ ম্যাচে ব্যাটে-বলে দাপট দেখিয়ে ৮ উইকেটের বড় জয় পেয়েছে বাংলাদেশ। টি-২০ বিশ্বকাপের আগে শেষ সিরিজে জিতেছে ২-১ ব্যবধানে।

মঙ্গলবার চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে শুরুতে বোলিং করে এক বল থাকতে ১১৭ রানে আইরিশদের অলআউট করে দেয় বাংলাদেশ। জবাবে নেমে ১৩.৪ ওভারে তানজিদ তামিমের ফিফটিতে সহজ জয় তুলে নিয়েছে লিটন দাসের দল।

ব্যাটিংয়ে নেমে প্রথম দুই ম্যাচের মতো এদিনও ভালো শুরু পায় আইরিশরা। ৪ ওভারে ৩৮ রান তুলে প্রথম উইকেট হারায় তারা। টিম টেক্টর ১০ বলে দুই চার ও এক ছক্কায় ১৭ রান করে আউট হন। ষষ্ঠ ওভারে দ্বিতীয় উইকেট হারিয়ে ১০ ওভার শেষে ৬৬ রানে ৪ উইকেট হয়ে যায় সফরকারীরা।

ওই ধাক্কা আর সামলে উঠতে পারেননি পল স্টালিংরা। অধিনায়ক স্টার্লিং দলের পক্ষে সর্বাধিক ২৭ বলে ৩৮ রানের ইনিংস খেলেন। পাঁচটি চার ও একটি ছক্কা তোলেন তিনি। মিডল অর্ডারে ডকরেল ২৩ বলে ১৯ ও ডিলানি ১২ বলে ১০ রান করেন।

ওপেনিংয়ে ব্যাটিংয়ে ফিরে তানজিদ তামিমের সঙ্গে সাইফ হাসান ৪ ওভার শেষে ৩৮ রানের জুটি দেন। সাইফ ১৪ বলে ১৯ রান করে আউট হন। দুটি চার ও একটি ছক্কা মারেন তিনি। পরে লিটন দাস ৭ রান করে সাজঘরে ফিরে যান। ৭৩ রানের জুটি গড়ে তানজিদ ও পারভেজ ইমন ম্যাচ বের করে নেন। তানজিদ ৩৬ বলে ৫৫ রানের অপরাজিত ইনিংস খেলেন। তার ব্যাট থেকে চারটি চার ও তিনটি ছক্কা আসে। ইমন ২৬ বলে তিন ছক্কা ও এক চারে ৩৩ রানের হার না মানা ইনিংস খেলেন।

বল হাতে একাদশে ফিরে লেগ স্পিনার রিশাদ হোসেন ৪ ওভারে ২১ রান দিয়ে ৩ উইকেট নেন। মুস্তাফিজুর রহমান ৩ ওভার হাত ঘুরিয়ে ১১ রান দিয়ে ৩ উইকেট তুলে নেন। এছাড়া পেসার শরিফুল ইসলাম ৩ ওভারে ২১ রান দিয়ে নিয়েছেন ২ উইকেট। একটি করে উইকেট নিয়েছেন শেখ মেহেদী ও সাইফউদ্দিন।

এই সম্পর্কিত আরো

প্রেস ব্রিফিংয়ে চিফ প্রসিকিউটর ছাত্র-জনতার ওপর নিষ্ঠুরতম হত্যাকারীদের বিচার নিশ্চিত করা হবে

দ্বৈত নাগরিকত্ব থাকা প্রার্থীদের ভাগ্য নির্ধারণ আজ

জাতীয় ছাত্রশক্তি সিলেট মহানগর শাখার কমিটি ঘোষণা

বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ম্যাজিস্ট্রেটকে রুমিন ফারহানা বললেন, ‘আপনাদের এইরকম দেখায়’

ইলিয়াস আলীকে গুমের আগে ‘টেস্ট কেস’ হিসেবে দিনারকে নেওয়া হয়েছিল

সিলেট প্রেস মালিক কল্যাণ সমিতির সভাপতি বেলাল ও সম্পাদক কামাল

মঙ্গলবার সিলেট মহানগর বিএনপির প্রচার মিছিল

ভারতে বিশ্বকাপ খেলবে না বাংলাদেশ, দ্রুতই সিদ্ধান্ত জানাবে আইসিসি

‘ফর ইউর কাইন্ড ইনফরমেশন, আমি আপনার আপু নই’

সৃষ্টিকর্তার সন্তুষ্টি লাভের জন্যেই জামায়াত মানুষের কল্যাণে কাজ করে — মাওলানা লোকমান আহমদ