মঙ্গলবার, ০২ ডিসেম্বর ২০২৫
মঙ্গলবার, ০২ ডিসেম্বর ২০২৫
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
advertisement
সিলেট বিভাগ

নিয়োগ বিধি বাস্তবায়নের দাবিতে

জামালগঞ্জে পরিবার পরিকল্পনা কর্মীদের অবস্থান কর্মসূচি

জামালগঞ্জে পরিবার পরিকল্পনা অধিদপ্তরাধীন পরিবার কল্যাণ পরিদর্শিকা, পরিবার কল্যাণ সহকারি ও পরিবার কল্যাণ পরিদর্শকদের নিয়োগ বিধি দ্রুত বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে।

মঙ্গলবার সকাল ১০ টায় উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সামনে এ-কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন ইউনিয়নের পরিবার পরিকল্পনা বিভাগের কর্মীরা অংশ নেন। কর্মসূচিতে বক্তব্য রাখেন, পরিবার পরিকল্পনা পরিদর্শক মোঃ মঈনুল আলম, সৈকত তালুকদার, মহিনুর আলম, শ্রীকান্ত সরকার, বাসন্তী তালুকদার, রুমা রাণী চৌধুরী, দিপালী চক্রবর্তী, সালমা বেগম, মিতা রানী রায়, জয়ন্তী রানী দাস। বক্তারা বলেন, সরকারকে দ্রুত সময়ের মধ্যে পরিবার পরিকল্পনা নিয়োগ বিধি বাস্তবায়ন করতে হবে।

তাদের ন্যায্য দাবী প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। তারা আরো জানান, দাবি আদায় না হলে ভবিষ্যতে আরো কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষনা করা হবে।

এই সম্পর্কিত আরো