সিলেটের একটি চা বাগান থেকে একসাথে ১২ জনকে গ্রেপ্তার করেছে মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।
রোববার (৩০ নভেম্বর) রাত সাড়ে ১১ টার দিকে এয়ারপোর্ট থানাধীন বুরজান চা বাগানের উত্তর লাইন ফরিদ স্টোর থেকে তাদের গ্রেপ্তার করা হয়। তারা প্রকাশ্যে ঝাণ্ডু-মুন্ডু জুয়া খেলছিলেন বলে জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন- মাসুক আহমদ (৩৫), স্বন্দীপ চাষা (২৭), সুমন দেবনাথ (৩২), ফরিদ আহমদ (২৮), রহিম মিয়া (৪০), খোকন মিয়া (৩৫), সেবুল আহমদ (৫৫), নজরুল ইসলাম (৩২), রেদোয়ান আহমদ (৩০), রুনু আহমদ (৪০), মোঃ রাজু (৩৪) ও মোহাম্মদ আলী (৫৫)।
গ্রেপ্তারকৃতদের বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম।