সিলেটের গোলাপগঞ্জে এক হাজার কেজি ভারতীয় চা-পাতা ও একটি মিনি পিকআপসহ চালক মো: জাহাঙ্গীর (৩২) নামের একজনকে আটক করেছে সেনাবাহিনী।
শনিবার (২৯ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে মেজর ইমরান আল জিহাদের নেতৃত্বে উপজেলার সদর ইউনিয়নের চৌঘরীবাজার সংলগ্ন নূরজাহান সিএনজি পাম্পের সামনে এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেফতার জাহাঙ্গীর ওই উপজেলার চারখাই ইউনিয়নের আদিনাবাদ গ্রামের জনাব আলীর ছেলে।
সেনাবাহীনির ক্যাম্প সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যা ৬টার দিকে ৬৫ ইবি কৈলাশটিলা গ্যাস ফিল্ড আর্মি ক্যাম্পের মেজর ইমরান আল জিহাদের নেতৃত্বে একটি টহল টিম গোপন সংবাদের ভিত্তিতে গোলাপগঞ্জের সদর ইউনিয়নের চৌঘরীবাজার সংলগ্ন নূরজাহান সিএনজি পাম্পের সম্মুখে তল্লাশি চালিয়ে এক হাজার কেজি ভারতীয় চা-পাতা, একটি মিনি পিকআপসহ চালক জাহাঙ্গীরকে আটক করে। জব্দকৃত চা-পাতাসহ চালককে গোলাপগঞ্জ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা করা হয়েছে। জব্দকৃত চা-পাতার বাজার মূল্য প্রায় পাঁচ লাখ টাকা।
বিষয়টি নিশ্চিত করেছেন, ইবি ৬৫ কৈলাশটিলা গ্যাস ফিল্ডের সেনা ক্যাম্পের সেনাবাহিনীর অভিযানিক টিমের এফএস সৈনিক আব্দুল ওয়াহেদ।