সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬
সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
চরম ভোগান্তিতে ১০ গ্রামের মানুষ - আইনি জটিলতায় ২৩ বছর ধরে তালাবদ্ধ ছনবাড়ি স্বাস্থ্যসেবা কেন্দ্র নির্বাচন ও গণভোটের জন্য সরকার প্রস্তুত: সৈয়দা রিজওয়ানা ‘সুস্থ জাতি গঠনে খেলাধুলার বিকল্প নেই’ : ডা. সাখাওয়াত হাসান জীবন সুনামগঞ্জ-১ আসনে বিএনপির চূড়ান্ত কাণ্ডারি কামরুজ্জামান কামরুল সিলেট-৩ : প্রার্থিতা ফিরে পেলেন মইনুল বাকর, জমজমাট লড়াইয়ের আভাস আচরণবিধি লঙ্ঘনের দায়ে মৌলভীবাজার-২ (কুলাউড়া) বিএনপি প্রার্থীকে শোকজ সিলেট-৩ আসনে ধানের শীষের পক্ষে মালিক-শ্রমিকদের পূর্ণ সমর্থন ঘোষণা ফাঁকা ৪৭ আসন নিয়ে যে সিদ্ধান্ত জানাল জামায়াত বাইরের ভোটারদের ঢাকায় স্থানান্তরের অভিযোগ বিএনপির ইরাকের আইন আল-আসাদ ঘাঁটি ছাড়ল যুক্তরাষ্ট্র, নিয়ন্ত্রণে ইরাকি সেনাবাহিনী
advertisement
সিলেট বিভাগ

রোটারি ক্লাব অব জলালাবাদের সমন্বয়ে ছয় ক্লাবের মিলনমেলা

রোটারির বৈশ্বিক থিম Unite for Good সামনে রেখে রোটারি ক্লাব অব জালালাবাদের আয়োজনে সিলেটের ছয়টি রোটারি ক্লাবের যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রোটারি হাসপাতাল মিলনায়তনে হওয়া এই সভায় সামাজিক উন্নয়ন, মানবিক সেবা এবং যৌথ প্রকল্প নিয়ে বিস্তৃত আলোচনা হয়।

সভায় সভাপতিত্ব করেন রোটারি ক্লাব অব জালালাবাদের প্রেসিডেন্ট রোটারিয়ান সুব্রত চক্রবর্তী জুয়েল। তিনি আনুষ্ঠানিকভাবে ছয় ক্লাবের এই যৌথ সভার উদ্বোধন ঘোষণা করেন।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন রোটারিয়ান প্রিন্সিপাল ফায়জুল হক। গীতাপাঠ করেন পিপি নীরেশ চন্দ্র দাস। জাতীয় সংগীত পরিবেশনে নেতৃত্ব দেন রোটারিয়ান রিনা রানী কর্মকার। পারপাস অব দ্যা ডে বিষয়ক সূচনা বক্তব্য রাখেন পিডিজি সহীদ আহমদ চৌধুরী। রোটারি প্রত্যয় পাঠ করেন পিপি মোজাক্কির হোসেন কামালী।

সভায় উপস্থিত ছয়টি রোটারি ক্লাব একে একে তাদের বার্ষিক পরিকল্পনা ও চলমান প্রকল্প উপস্থাপন করে।

রোটারি ক্লাব অব সিলেট গ্রীন সিটির পক্ষ থেকে স্বাগত বক্তব্য দেন সভাপতি রোটারিয়ান জহিরুল ইসলাম। ক্লাবের কার্যক্রম তুলে ধরেন পিপি কবিরুল ইসলাম। ক্লাবের নতুন ঘোষণা হিসেবে একটি দরিদ্র পরিবারের জন্য লো-কস্ট হাউজ নির্মাণ প্রকল্প উপস্থাপন করা হয়।

রোটারি ক্লাব অব সিলেট মিডটাউন থেকে সভাপতি রোটারিয়ান সেলিনা চৌধুরী সবাইকে স্বাগত জানান। ক্লাবের পক্ষ থেকে বক্তব্য প্রদান করেন পিপি শাহ জামাল আহমদ। সভায় ক্লাব সেক্রেটারি চলমান প্রকল্প রিপোর্ট উপস্থাপন করেন।

রোটারি ক্লাব অব সিলেট প্রিমিয়ারের পক্ষ থেকে সভাপতি রোটারিয়ান জিয়াউর রহমান খাঁন চৌধুরী বক্তব্য দেন। ক্লাবের প্রকল্প নিয়ে বক্তব্য রাখেন পিপি ফয়সল করিম মুন্না।

রোটারি ক্লাব অব সিলেট সুপ্রিমের সভাপতি রোটারিয়ান মোস্তফা আজাদ ক্লাবের কার্যক্রম হিসেবে সেলাই শিক্ষা, শিশুদের খৎনা কার্যক্রম এবং এক অসহায় পা-হারানো মানুষকে হুইলচেয়ার প্রদানের ঘোষণা দেন। ক্লাবের পক্ষ থেকে বক্তব্য রাখেন রোটারিয়ান নুরুজ্জামান।

রোটারি ক্লাব অব সিলেট সানশাইনের সভাপতি আব্দুল হাসিব ক্লাবের পরিকল্পনা তুলে ধরেন। কার্যক্রম উপস্থাপন করেন পিপি ফাহিম আহমদ চৌধুরী ও পিপি এম. আসাদুজ্জামান সায়েম। সভায় ঘোষণা করা হয় যে সিনিয়র সিটিজেনদের সুস্থতা নিয়ে সব ক্লাবের যৌথ উদ্যোগে একটি সেমিনার অনুষ্ঠিত হবে।

জলালাবাদ রোটারি ক্লাব সম্পর্কে বক্তব্য রাখেন পিপি মাহবুব সোবহানী চৌধুরী। রোটাপ্লাস্ট মিশন নিয়ে বিস্তারিত জানান পিপি সুয়েব আহমদ মতিন। তিনি বলেন, আগামী ১১ জানুয়ারি থেকে ২৬ জানুয়ারি ২০২৬ পর্যন্ত ঠোঁট কাটা, তালু কাটা এবং অগ্নিদগ্ধ রোগীদের জন্য বিনামূল্যে আন্তর্জাতিক মানের চিকিৎসাসেবা প্রদান করা হবে। এ মিশনের কান্ট্রি কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করবেন পিডিজি এম. আতাউর রহমান পীর।

সকল ক্লাবের সার্জেন্ট রিপোর্ট এবং ধন্যবাদ জ্ঞাপন করেন রোটারিয়ান পিপি মুহাম্মদ মনজুর আল বাছেত। শেষে রোটারি ক্লাব অব জালালাবাদের সভাপতি সবার সুস্বাস্থ্য কামনা করে যৌথ সভার সমাপ্তি ঘোষণা করেন।

এই সম্পর্কিত আরো

চরম ভোগান্তিতে ১০ গ্রামের মানুষ আইনি জটিলতায় ২৩ বছর ধরে তালাবদ্ধ ছনবাড়ি স্বাস্থ্যসেবা কেন্দ্র

নির্বাচন ও গণভোটের জন্য সরকার প্রস্তুত: সৈয়দা রিজওয়ানা

‘সুস্থ জাতি গঠনে খেলাধুলার বিকল্প নেই’ : ডা. সাখাওয়াত হাসান জীবন

সুনামগঞ্জ-১ আসনে বিএনপির চূড়ান্ত কাণ্ডারি কামরুজ্জামান কামরুল

সিলেট-৩ : প্রার্থিতা ফিরে পেলেন মইনুল বাকর, জমজমাট লড়াইয়ের আভাস

আচরণবিধি লঙ্ঘনের দায়ে মৌলভীবাজার-২ (কুলাউড়া) বিএনপি প্রার্থীকে শোকজ

সিলেট-৩ আসনে ধানের শীষের পক্ষে মালিক-শ্রমিকদের পূর্ণ সমর্থন ঘোষণা

ফাঁকা ৪৭ আসন নিয়ে যে সিদ্ধান্ত জানাল জামায়াত

বাইরের ভোটারদের ঢাকায় স্থানান্তরের অভিযোগ বিএনপির

ইরাকের আইন আল-আসাদ ঘাঁটি ছাড়ল যুক্তরাষ্ট্র, নিয়ন্ত্রণে ইরাকি সেনাবাহিনী