শনিবার, ২৯ নভেম্বর ২০২৫
শনিবার, ২৯ নভেম্বর ২০২৫
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
advertisement
সিলেট বিভাগ

সহিহ বুখারির দরসে টানা ৫৪ বছর: আল্লামা কিয়ামপুরীকে ঐতিহাসিক সংবর্ধনা

উপমহাদেশের হাদিসশাস্ত্রে এক উজ্জ্বল অধ্যায়ের নাম শায়খুল হাদিস আল্লামা হযরত মুখলিসুর রহমান কিয়ামপুরী। সহিহ বুখারির দরসে টানা ৫৪ বছরের নিরবচ্ছিন্ন দারস ও দীনী খেদমত—যা বাংলাদেশের ধর্মীয় শিক্ষাঙ্গনে এক বিরল ও অনন্য দৃষ্টান্ত।


এই বিশাল ইলমি যাত্রাকে কেন্দ্র করে বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সিলেটের হযরত শাহ সুলতান (রহ.) সুলতানপুর মাদরাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় এক বর্ণাঢ্য সংবর্ধনা অনুষ্ঠান।

দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত আলেম-ওলামা, মুহতামিম, গবেষক ও হাজারো ছাত্রের অংশগ্রহণে পুরো এলাকা পরিণত হয় এক ইলমি উৎসবে। দুপুর থেকেই সুলতানপুরে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।

বরেণ্য বুযুর্গ, উপমহাদেশের প্রখ্যাত শায়খুল হাদিস আল্লামা নূর উদ্দিন আহমদ গহরপুরী হুজুর (রহ.)–এর অন্যতম খাস শাগরেদ ও খলিফা আল্লামা মুখলিসুর রহমান কিয়ামপুরীর দীর্ঘ দারসীয় অভিজ্ঞতা, সহিহ বুখারির ওপর তাঁর বহু বছরের গবেষণা ও ত্যাগ-তিতিক্ষা দেশের ধর্মীয় অঙ্গনকে সমৃদ্ধ করছে। তাঁর অসংখ্য ছাত্র আজ দেশবিদেশের শীর্ষ মাদরাসাগুলোতে শায়খুল হাদিস, মুহাদ্দিস, মুফতি ও গুরুত্বপূর্ণ দায়িত্বে দায়িত্বশীলভাবে কাজ করছেন—যা তাঁর ইলমি গ্রহণযোগ্যতারই শক্ত প্রমাণ।

বিকেল ৩টা থেকে রাত ১০টা পর্যন্ত চলা এই ঐতিহাসিক আয়োজনে দেশের প্রখ্যাত আলেমরা আল্লামা কিয়ামপুরীর ইলমি মেহনত, নৈতিক সততা এবং শিক্ষাঙ্গনে তাঁর অনন্য অবদান নিয়ে আলোচনা করেন। পাঁচ দশকেরও বেশি সময় ধরে চলমান তাঁর জ্ঞান-যাত্রাকে কেন্দ্র করে অনুষ্ঠানটি রূপ নেয় এক বিশাল জ্ঞান-সংলাপ ও স্মৃতিচারণের মিলনমেলায়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আয়োজক কমিটির আহ্বায়ক শায়খুল হাদিস মাওলানা আব্দুস শহীদ চাঁম্পারকাঁন্দি।
পরিচালনা করেন হযরত শাহ সুলতান (রহ.) মাদরাসার শিক্ষাসচিব মাওলানা নুমানুল হক চৌধুরী, বালাগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা সৈয়দ আলী আজগর এবং মাওলানা আব্দুল হাই বাহুবলী।

সংবর্ধনা পর্বে আল্লামা মুখলিসুর রহমান কিয়ামপুরীর হাতে প্রদান করা হয় রৌপ্য পদক সম্মাননা ক্রেস্ট। একই অনুষ্ঠানে তাঁর উপর প্রকাশিত স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচন এবং সম্মানসূচক পাগড়ি প্রদান করা হয়।
সম্মাননা পদক তুলে দেন—শায়খুল হাদিস মাওলানা আব্দুস শহীদ চাঁম্পারকাঁন্দি, শায়খুল হাদীস মাওলানা আব্দুর রহমান কলুমা, শাহ সুলতান রহ. মাদরাসার মুহতামিম মাওলানা রেদওয়ানুল হক চৌধুরী রাজু, উমরপুর মাদরাসার শিক্ষাসচিব হযরত মাওলানা মাহমুদুল হাসান সেলিম, মাওলানা মনসুর আহমদ।

সবশেষে সংবর্ধিত অতিথির বিশেষ মোনাজাতে দেশ-জাতি, দীন ও মানবতার কল্যাণ কামনা করা হয়। অতিথি আপ্যায়নের মধ্য দিয়ে মহিমান্বিত এই আধ্যাত্মিক ও ইলমি অনুষ্ঠানটির পরিসমাপ্তি ঘটে।

এই সম্পর্কিত আরো