বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় কমিটি সারা দেশের ন্যায় সিলেটের বিশ্বনাথ উপজেলা, পৌর বিএনপি ও সহযোগি সংগঠনের ১২ নেতাকর্মীর বহিস্কার প্রত্যাহার করেছে দেশের বৃহতম এক রাজনৈতিক দলটি। ২৬ নভেম্বর বুধবার বিএনপির দলীয় প্যাডে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে বহিস্কারাদেশ প্রত্যাহার করা হয়। ওই আদেশের পর বিশ্বনাথের বিভিন্ন স্থানে মিষ্ঠি বিতরণ ও আনন্দ উল্লাস করে বিএনপি নেতাকর্মীরা।
প্রসঙ্গত: বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বিশ্বনাথ উপজেলা পরিষদ, বিশ্বনাথ পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন পরিষদের নির্বাচনে দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে নির্বাচনে অংশ নেয়ায় বিভিন্ন সময় বহিস্কার হন সিলেট জেলা বিএনপির সাবেক সহসভাপতি ও বিশ্বনাথ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী, বিশ্বনাথ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জালাল উদ্দিন, সাবেক আহবায়ক গৌছ খান, সাবেক সাংগঠনিক সম্পাদক কবির হোসেন ধলা মিয়া, সাবেক সহসভাপতি নাজমুল ইসলাম রুহেল, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বসির আহমদ, উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক হাফিজ আরব খান, উপজেলা বিএনপির সাবেক মহিলা সম্পাদক স্বপ্না শাহিন, যুক্তরাজ্য বিএনপির সহসাংগঠনিক সম্পাদক সেবুল মিয়া, যুক্তরাজ্য বিএনপি নেতা মুমিন খান মুন্না, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক মোহাম্মদ কাওছার খান ও খাজাঞ্চি ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুর রব।
এদিকে বিএনপি নেতাকর্মীর বহিস্কারাদেশ প্রত্যাহার করায় বিভিন্ন গণমাধ্যমের সাক্ষাতকারে সিলেট জেলা বিএনপির সাবেক সহসভাপতি সুহেল আহমদ চৌধুরী তিনিসহ সকলের বহিস্কারাদেশ প্রত্যাহার করায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানান এবং সকলকে মিলেমিশে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি করা আহবান জানান।