সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬
সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
চরম ভোগান্তিতে ১০ গ্রামের মানুষ - আইনি জটিলতায় ২৩ বছর ধরে তালাবদ্ধ ছনবাড়ি স্বাস্থ্যসেবা কেন্দ্র নির্বাচন ও গণভোটের জন্য সরকার প্রস্তুত: সৈয়দা রিজওয়ানা ‘সুস্থ জাতি গঠনে খেলাধুলার বিকল্প নেই’ : ডা. সাখাওয়াত হাসান জীবন সুনামগঞ্জ-১ আসনে বিএনপির চূড়ান্ত কাণ্ডারি কামরুজ্জামান কামরুল সিলেট-৩ : প্রার্থিতা ফিরে পেলেন মইনুল বাকর, জমজমাট লড়াইয়ের আভাস আচরণবিধি লঙ্ঘনের দায়ে মৌলভীবাজার-২ (কুলাউড়া) বিএনপি প্রার্থীকে শোকজ সিলেট-৩ আসনে ধানের শীষের পক্ষে মালিক-শ্রমিকদের পূর্ণ সমর্থন ঘোষণা ফাঁকা ৪৭ আসন নিয়ে যে সিদ্ধান্ত জানাল জামায়াত বাইরের ভোটারদের ঢাকায় স্থানান্তরের অভিযোগ বিএনপির ইরাকের আইন আল-আসাদ ঘাঁটি ছাড়ল যুক্তরাষ্ট্র, নিয়ন্ত্রণে ইরাকি সেনাবাহিনী
advertisement
সিলেট বিভাগ

রায়হান হত্যা মামলা আসামিদের অনুপস্থিতিতে যুক্তি-তর্ক পেছাল

সিলেটের আলোচিত রায়হান উদ্দিন হত্যা মামলার আসামিদের পক্ষে যুক্তি-তর্ক উপস্থাপনের জন্য মঙ্গলবার (২৫ নভেম্বর) দিন ধার্য ছিল। তবে ৬ আসামির মধ্যে একজন ছাড়া কেউই আদালতে হাজির না হওয়ায় শুনানি অনুষ্ঠিত হয়নি। ফলে আদালত নতুন করে আগামীকাল বুধবার (২৬ নভেম্বর) যুক্তি-তর্ক উপস্থাপনের দিন নির্ধারণ করেছেন।

এ তথ্য নিশ্চিত করেছেন মামলার প্রধান আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ আবুল ফজল চৌধুরী।

তিনি জানান, মাত্র একজন আসামি—সাবেক এএসআই আশেক এলাহী, যিনি বর্তমানে কারাগারে আছেন—আদালতে হাজিরা দিয়েছেন। বাকিরা কেউই অনুপস্থিত থাকায় বিচারক বুধবার নতুন তারিখ দেন। এদিন আসামিপক্ষে যুক্তি-তর্ক উপস্থাপন করা হবে। পাশাপাশি মামলার রায়ের তারিখ ঘোষণা হওয়ার সম্ভাবনাও রয়েছে।

আজকের নির্ধারিত তারিখে হাজির না হওয়া প্রধান আসামি পুলিশের বরখাস্তকৃত এসআই আকবর হোসেন ভূঁইয়া এ মামলার শুরু থেকেই আলোচনার কেন্দ্রবিন্দুতে। তিনি চলতি বছরের ১০ আগস্ট হাইকোর্টের জামিন আদেশে কারামুক্ত হন। পরে চেম্বার জজ আদালত তাঁর জামিন স্থগিত করে ১০ দিনের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দিলেও তিনি আর আদালতে উপস্থিত হননি।

ব্যারিস্টার আবুল ফজল জানান, “আমরা বিভিন্ন সংবাদমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় জানতে পেরেছি যে এসআই আকবর পলাতক। তিনি কোথায় আছেন—এ বিষয়ে আমাদের কোনো তথ্য নেই।”

২০২০ সালের ১০ অক্টোবর রাতের গভীরে সিলেটের বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে তুলে নিয়ে রায়হান উদ্দিনকে নির্মম নির্যাতন করা হয়। পরদিন সকালে তাঁকে গুরুতর অবস্থায় ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। ঘটনাটি সারাদেশে তোলপাড় সৃষ্টি করে।

আসামিদের অনুপস্থিতির কারণে পিছিয়ে গেলেও আগামীকালের শুনানিতে মামলার অগ্রগতি নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসার সম্ভাবনা রয়েছে।

এই সম্পর্কিত আরো

চরম ভোগান্তিতে ১০ গ্রামের মানুষ আইনি জটিলতায় ২৩ বছর ধরে তালাবদ্ধ ছনবাড়ি স্বাস্থ্যসেবা কেন্দ্র

নির্বাচন ও গণভোটের জন্য সরকার প্রস্তুত: সৈয়দা রিজওয়ানা

‘সুস্থ জাতি গঠনে খেলাধুলার বিকল্প নেই’ : ডা. সাখাওয়াত হাসান জীবন

সুনামগঞ্জ-১ আসনে বিএনপির চূড়ান্ত কাণ্ডারি কামরুজ্জামান কামরুল

সিলেট-৩ : প্রার্থিতা ফিরে পেলেন মইনুল বাকর, জমজমাট লড়াইয়ের আভাস

আচরণবিধি লঙ্ঘনের দায়ে মৌলভীবাজার-২ (কুলাউড়া) বিএনপি প্রার্থীকে শোকজ

সিলেট-৩ আসনে ধানের শীষের পক্ষে মালিক-শ্রমিকদের পূর্ণ সমর্থন ঘোষণা

ফাঁকা ৪৭ আসন নিয়ে যে সিদ্ধান্ত জানাল জামায়াত

বাইরের ভোটারদের ঢাকায় স্থানান্তরের অভিযোগ বিএনপির

ইরাকের আইন আল-আসাদ ঘাঁটি ছাড়ল যুক্তরাষ্ট্র, নিয়ন্ত্রণে ইরাকি সেনাবাহিনী