সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬
সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
চরম ভোগান্তিতে ১০ গ্রামের মানুষ - আইনি জটিলতায় ২৩ বছর ধরে তালাবদ্ধ ছনবাড়ি স্বাস্থ্যসেবা কেন্দ্র নির্বাচন ও গণভোটের জন্য সরকার প্রস্তুত: সৈয়দা রিজওয়ানা ‘সুস্থ জাতি গঠনে খেলাধুলার বিকল্প নেই’ : ডা. সাখাওয়াত হাসান জীবন সুনামগঞ্জ-১ আসনে বিএনপির চূড়ান্ত কাণ্ডারি কামরুজ্জামান কামরুল সিলেট-৩ : প্রার্থিতা ফিরে পেলেন মইনুল বাকর, জমজমাট লড়াইয়ের আভাস আচরণবিধি লঙ্ঘনের দায়ে মৌলভীবাজার-২ (কুলাউড়া) বিএনপি প্রার্থীকে শোকজ সিলেট-৩ আসনে ধানের শীষের পক্ষে মালিক-শ্রমিকদের পূর্ণ সমর্থন ঘোষণা ফাঁকা ৪৭ আসন নিয়ে যে সিদ্ধান্ত জানাল জামায়াত বাইরের ভোটারদের ঢাকায় স্থানান্তরের অভিযোগ বিএনপির ইরাকের আইন আল-আসাদ ঘাঁটি ছাড়ল যুক্তরাষ্ট্র, নিয়ন্ত্রণে ইরাকি সেনাবাহিনী
advertisement
সিলেট বিভাগ

জামেয়া ইসলামিয়া শাহাপুরে প্রবাসী সংবর্ধনা ও শিশুশিক্ষা প্রদর্শনী অনুষ্ঠান

সিলেটের বালাগঞ্জ উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নের শাহাপুর গ্রামে অবস্থিত দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান জামেয়া ইসলামিয়া শাহাপুরে অনুষ্ঠিত হয়েছে শিশুশিক্ষা প্রদর্শনী ও প্রবাসী সংবর্ধনা অনুষ্ঠান। মঙ্গলবার (২৫ নভেম্বর) দুপুরে আয়োজিত এ বর্ণিল আয়োজনকে কেন্দ্র করে পুরো প্রাঙ্গণে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের মুহতামিম মাওলানা হাতিম আল ফেরদৌসী এবং সঞ্চালনা করেন শিক্ষক মাওলানা আব্দুল কাদির। শুরুতেই জামেয়ার নূরানি বিভাগের শিক্ষার্থীরা হস্তলিখন, কিরাত, নাশিদ ও বিভিন্ন শিক্ষামূলক উপস্থাপনার মাধ্যমে তাদের শিক্ষাজীবনের অগ্রগতি তুলে ধরে। শিক্ষার্থীদের শৃঙ্খলা, মেধা ও দক্ষতা দেখে উপস্থিত অতিথি ও অভিভাবকরা গভীর সন্তোষ প্রকাশ করেন।

একই অনুষ্ঠানে প্রবাসী অতিথিদের সম্মানে আয়োজন করা হয় সংবর্ধনা পর্ব। যুক্তরাজ্য প্রবাসী আব্দুল ওয়ালী, যুক্তরাজ্য প্রবাসী হাবিজুর রহমান, আমেরিকা প্রবাসী লায়েক আহমদ চৌধুরী, যুক্তরাজ্য প্রবাসী হাদীসুর রহমান, যুক্তরাজ্য প্রবাসী জিলানী উদ্দিন রাহাতকে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ বিশেষ সংবর্ধনা প্রদান করে।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তৃতা করেন—জামিয়া গহরপুর সিলেটের শিক্ষাসচিব হাফিজ মুফতি আনোয়ার হোসাইন শরীয়তপুরী, হযরত শাহ সুলতান (রহ.)  মাদ্রাসার শিক্ষাসচিব মাওলানা নুমানুল হক চৌধুরী, লেখক ও গবেষক ডা. আব্দুর রশীদ লুলু, প্রতিষ্ঠানের দাতা সদস্য এনাম উদ্দিন, শিক্ষানুরাগী আজমল হুসাইন, আবুল খায়ের সুজন, বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সহসভাপতি সাংবাদিক শাহ মো. হেলাল, শিক্ষক মাওলানা জিহান ভুঁইয়া, হাফিজ খলিলুর রহমান, মাওলানা মিজানুর রহমান, মাওলানা তামিম আহমদ চৌধিরী, তরুণ উদ্যোক্তা আনিসুল আলম নাহিদ।

অনুষ্ঠানে বক্তারা ইলমে দ্বীনের গুরুত্ব, নৈতিক শিক্ষা এবং সুস্থ প্রজন্ম গঠনে মাদ্রাসার ভূমিকা তুলে ধরে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন। তাঁরা বলেন, শিক্ষা এবং আদর্শের সমন্বয়ে এগিয়ে যাচ্ছে জামেয়া ইসলামিয়া শাহাপুর।


এসময় বক্তারা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক যুক্তরাজ্য প্রবাসী হাবিবুর রহমান রুকন–এর প্রশংসা করে বলেন, শাহাপুর অঞ্চলে দ্বীনি শিক্ষার আলো ছড়িয়ে দিতে তাঁর উদ্যোগ সত্যিই অনুকরণীয়। তাঁর অক্লান্ত প্রচেষ্টা ভবিষ্যৎ প্রজন্মের জন্য এক আশীর্বাদ।

সবশেষে দেশ, জাতি, প্রবাসী বাংলাদেশের কল্যাণ এবং প্রতিষ্ঠানটির সার্বিক অগ্রগতি কামনা করে বিশেষ মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

এই সম্পর্কিত আরো

চরম ভোগান্তিতে ১০ গ্রামের মানুষ আইনি জটিলতায় ২৩ বছর ধরে তালাবদ্ধ ছনবাড়ি স্বাস্থ্যসেবা কেন্দ্র

নির্বাচন ও গণভোটের জন্য সরকার প্রস্তুত: সৈয়দা রিজওয়ানা

‘সুস্থ জাতি গঠনে খেলাধুলার বিকল্প নেই’ : ডা. সাখাওয়াত হাসান জীবন

সুনামগঞ্জ-১ আসনে বিএনপির চূড়ান্ত কাণ্ডারি কামরুজ্জামান কামরুল

সিলেট-৩ : প্রার্থিতা ফিরে পেলেন মইনুল বাকর, জমজমাট লড়াইয়ের আভাস

আচরণবিধি লঙ্ঘনের দায়ে মৌলভীবাজার-২ (কুলাউড়া) বিএনপি প্রার্থীকে শোকজ

সিলেট-৩ আসনে ধানের শীষের পক্ষে মালিক-শ্রমিকদের পূর্ণ সমর্থন ঘোষণা

ফাঁকা ৪৭ আসন নিয়ে যে সিদ্ধান্ত জানাল জামায়াত

বাইরের ভোটারদের ঢাকায় স্থানান্তরের অভিযোগ বিএনপির

ইরাকের আইন আল-আসাদ ঘাঁটি ছাড়ল যুক্তরাষ্ট্র, নিয়ন্ত্রণে ইরাকি সেনাবাহিনী