সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬
সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
চরম ভোগান্তিতে ১০ গ্রামের মানুষ - আইনি জটিলতায় ২৩ বছর ধরে তালাবদ্ধ ছনবাড়ি স্বাস্থ্যসেবা কেন্দ্র নির্বাচন ও গণভোটের জন্য সরকার প্রস্তুত: সৈয়দা রিজওয়ানা ‘সুস্থ জাতি গঠনে খেলাধুলার বিকল্প নেই’ : ডা. সাখাওয়াত হাসান জীবন সুনামগঞ্জ-১ আসনে বিএনপির চূড়ান্ত কাণ্ডারি কামরুজ্জামান কামরুল সিলেট-৩ : প্রার্থিতা ফিরে পেলেন মইনুল বাকর, জমজমাট লড়াইয়ের আভাস আচরণবিধি লঙ্ঘনের দায়ে মৌলভীবাজার-২ (কুলাউড়া) বিএনপি প্রার্থীকে শোকজ সিলেট-৩ আসনে ধানের শীষের পক্ষে মালিক-শ্রমিকদের পূর্ণ সমর্থন ঘোষণা ফাঁকা ৪৭ আসন নিয়ে যে সিদ্ধান্ত জানাল জামায়াত বাইরের ভোটারদের ঢাকায় স্থানান্তরের অভিযোগ বিএনপির ইরাকের আইন আল-আসাদ ঘাঁটি ছাড়ল যুক্তরাষ্ট্র, নিয়ন্ত্রণে ইরাকি সেনাবাহিনী
advertisement
সিলেট বিভাগ

জৈন্তাপুরে অ্যাডভোকেট জামান

জনগণকে অপমান করবেন না, কাজের ক্রেডিট এই অঞ্চলের মানুষের

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ-স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক ও সিলেট-৪ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী অ্যাডভোকেট সামসুজ্জামান জামান বলেছেন, জৈন্তাপুর-কানাইঘাট সড়কের সংস্কার কাজ কারও একার দানে পাওয়া নয়, কিংবা কারও একটি ফোন কলে গাছের পাকা আম পড়ার মতো ঘটনাও নয়। এই এলাকার সাধারণ মানুষের দীর্ঘ আন্দোলন, সংগ্রাম এবং সকল রাজনৈতিক দলের নেতাদের অবদানে এই কাজ আদায় হয়েছে। তাই কাজের মানের ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হবে না।

সোমবার (২৪ নভেম্বর) উপজেলার দারুল হাদিস মদিনাতুল উলুম খরিলহাট মাদ্রাসায় জৈন্তাপুর–কানাইঘাট সড়ক উন্নয়ন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বক্তব্যে অ্যাডভোকেট জামান বলেন, এই কাজের টেন্ডার ২০২৩ সালের জানুয়ারি মাসে হয়েছে। দীর্ঘ যাচাই-বাছাই শেষে গত ১২ নভেম্বর ওয়ার্ক অর্ডার হয়েছে। এটা হুট করে কারও ফোনে হয়ে যায়নি। এখানে কামাল সাহেব, জয়নাল সাহেব, বাহার চেয়ারম্যান, কবির ভাইসহ সকল দলের নেতাদের অবদান আছে। সাধারণ মানুষ মিছিল-মিটিং করেছে, যার ফলে কাজটা দ্রুত টেন্ডার হয়েছে। তাই এতে কারও একার কোনো ক্রেডিট নেই, ক্রেডিট এই অঞ্চলের মানুষের।


জামান বলেন, যেহেতু আমাদের নিজেদের প্রতিষ্ঠান কাজটা করছে, তাই এখানে রাজনৈতিক কোনো উদ্দেশ্য নেই। আমার স্বার্থ একটাই—কাজটি যেন মানসম্পন্ন হয়। যদি কাজে কোনো অনিয়ম দেখেন বা সমস্যা মনে হয়, সরাসরি খলিরহাট মাদ্রাসায় এসে বা দায়িত্বপ্রাপ্ত কবির ভাই, মাওলানা আব্দুল্লাহ সাহেব কিংবা শরিফ ভাইকে জানাবেন। কাজ সঠিক পথেই চলবে।


মাদ্রাসার ঐতিহ্য ও গণমানুষের সম্পৃক্ততা তুলে ধরে তিনি বলেন, ১৪৯ বছর ধরে এসব মাদ্রাসা মানুষের ভালোবাসায় টিকে আছে। আমরা শহর থেকে এসে এগুলো ধন্য করিনি। যাদের নসিবে আল্লাহ ভালো কাজ করার তৌফিক রাখেন, তারাই কেবল খেদমত করতে পারেন। এটা আমাদের জন্য সৌভাগ্যের বিষয়।


উপস্থিত ছিলেন মাদরাসার মুহতামিম মাওলানা আবু হানিফ, শায়খুল হাদিস মাওলানা খলিলুর রহমান ক্বাসেমি, ভাইস চেয়ারম্যান মাওলানা কবির আহমদ, জৈন্তাপুর–কানাইঘাট সড়ক উন্নয়ন কাজের প্রজেক্ট ম্যানেজার প্রকৌশলী জমশেদ আহমদ, মাওলনা কুতুব উদ্দিন, মাওলনা ওলিউর রহমান, মুফতি আফতাব উদ্দিন, মাওলানা নূরুল ইসলাম সুরইঘাটী, মুরুব্বি খলিলুর রহমান, আবদুল হামিদ মেম্বার, মাওলানা আমিন, জৈন্তাপুর উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব মোহাম্মদ জাকারিয়া, সাবেক যুগ্ম আহবায়ক আমিনুর রহমান, আলমাছ আহমেদ প্রমুখ। 

দোয়া মাহফিলের মাধ্যমে সড়ক উন্নয়ন কাজের শুভ সূচনা করা হয়।


এদিকে বিকেলে অ্যাডভোকেট সামসুজ্জামান জামান জামেয়া দারুল হুদা ও এতিমখানা বিরাইমারা জৈন্তাপুর মাদরসা পরিদর্শনে যান। এবং সেখানে মসজিদ ও মাদরাসার উন্নয়ন কাজের খোঁজ খবর নেন।

এই সম্পর্কিত আরো

চরম ভোগান্তিতে ১০ গ্রামের মানুষ আইনি জটিলতায় ২৩ বছর ধরে তালাবদ্ধ ছনবাড়ি স্বাস্থ্যসেবা কেন্দ্র

নির্বাচন ও গণভোটের জন্য সরকার প্রস্তুত: সৈয়দা রিজওয়ানা

‘সুস্থ জাতি গঠনে খেলাধুলার বিকল্প নেই’ : ডা. সাখাওয়াত হাসান জীবন

সুনামগঞ্জ-১ আসনে বিএনপির চূড়ান্ত কাণ্ডারি কামরুজ্জামান কামরুল

সিলেট-৩ : প্রার্থিতা ফিরে পেলেন মইনুল বাকর, জমজমাট লড়াইয়ের আভাস

আচরণবিধি লঙ্ঘনের দায়ে মৌলভীবাজার-২ (কুলাউড়া) বিএনপি প্রার্থীকে শোকজ

সিলেট-৩ আসনে ধানের শীষের পক্ষে মালিক-শ্রমিকদের পূর্ণ সমর্থন ঘোষণা

ফাঁকা ৪৭ আসন নিয়ে যে সিদ্ধান্ত জানাল জামায়াত

বাইরের ভোটারদের ঢাকায় স্থানান্তরের অভিযোগ বিএনপির

ইরাকের আইন আল-আসাদ ঘাঁটি ছাড়ল যুক্তরাষ্ট্র, নিয়ন্ত্রণে ইরাকি সেনাবাহিনী