সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬
সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
চরম ভোগান্তিতে ১০ গ্রামের মানুষ - আইনি জটিলতায় ২৩ বছর ধরে তালাবদ্ধ ছনবাড়ি স্বাস্থ্যসেবা কেন্দ্র নির্বাচন ও গণভোটের জন্য সরকার প্রস্তুত: সৈয়দা রিজওয়ানা ‘সুস্থ জাতি গঠনে খেলাধুলার বিকল্প নেই’ : ডা. সাখাওয়াত হাসান জীবন সুনামগঞ্জ-১ আসনে বিএনপির চূড়ান্ত কাণ্ডারি কামরুজ্জামান কামরুল সিলেট-৩ : প্রার্থিতা ফিরে পেলেন মইনুল বাকর, জমজমাট লড়াইয়ের আভাস আচরণবিধি লঙ্ঘনের দায়ে মৌলভীবাজার-২ (কুলাউড়া) বিএনপি প্রার্থীকে শোকজ সিলেট-৩ আসনে ধানের শীষের পক্ষে মালিক-শ্রমিকদের পূর্ণ সমর্থন ঘোষণা ফাঁকা ৪৭ আসন নিয়ে যে সিদ্ধান্ত জানাল জামায়াত বাইরের ভোটারদের ঢাকায় স্থানান্তরের অভিযোগ বিএনপির ইরাকের আইন আল-আসাদ ঘাঁটি ছাড়ল যুক্তরাষ্ট্র, নিয়ন্ত্রণে ইরাকি সেনাবাহিনী
advertisement
সিলেট বিভাগ

অবৈধ পার্কিং এর জরিমানা দিয়ে ছাড়া পেলেন রাজা ম্যানশনের সভাপতি

সিলেট নগরের পুরনো বিপনী বিতান রাজা ম্যানশনের সামনে সড়কে প্রায়ই অবৈধ ভাবে পার্কিং করে রাখা হয় মোটর সাইকেল, সিএনজিসহ বিভিন্ন যানবাহন। এতে এই এলাকায় লেগে থাকে যানজট। আগেও প্রশাসনের পক্ষ থেকে এ ব্যাপারে রাজা ম্যানশন কর্তৃপক্ষকে সতর্ক করা হয়।

কিন্তু তাতে কোন লাভ হয়নি। এই মার্কেটের সামনে সড়ক দখল করে অবৈধভাবে গাড়ি পার্কিং করে রাখা হচ্ছেই। রোববার অভিযানে নেমে এমন চিত্র দেখলেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটও।

এ ঘটনায় রাজা ম্যানশনের ব্যবসায়ী সমিতির সভাপতি ডি. ডি. রুমুকে আটক করে নিয়ে যাওয়া হয়। পরে তিনি জরিমানা দিয়ে ছাড়া পান।

সোমবার দুপুরে নগরের জিন্দাবাজারে এমন ঘটনা ঘটে।

জানা যায়, ফুটপাত দখল ও সমড়কে অবৈধ পার্কিংয়ে ফের অভিযান শুরু করেছে জেলা প্রশাসন। অভিযানে জরিমানা আদায় এবং বিভিন্ন মার্কেট কর্তৃপক্ষকে সতর্ক করা হয়েছে।

সোমবার (২৪ নভেম্বর) দুপুরের দিকে সিলেট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রফিকুল আলমের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

তাকে সহযোগীতা করে সিলেট সিটি কর্পোরেশন এবং সিলেট মহানগর পুলিশ।

জানা গেছে, অভিযানের এক পর্যায়ে দুপুর ১২টার দিকে নগরীর জিন্দবাজার জল্লারপাড় রোডের রাজা ম্যানশনের সামনে অবৈধ পার্কিংয়ের কারণে মার্কেট কর্তৃপক্ষকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

তাৎক্ষনিক জরিমানা আদায় করতে না পারায় মার্কেটের ব্যবসায়ী সমিতির সভাপতি ডি ডি রুমুকে জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়ে যাওয়া হয় এবং সেখানে জরিমানা দেওয়ার পর তাকে ছেড়ে দেওয়া হয়েছে।

এরপরই রাজা ম্যানশনের সামনে ‘নো পার্কিং’ সাইন বোর্ড লাগানো হয়েছে।

এ ছাড়াও নগরীর জিন্দবাজার এলাকার কাজি ম্যানশনসহ প্রতিটি মার্কেট এবং বিপনীবিতান কর্তৃপক্ষকে ফুটপাত ও রাস্তায় অবৈধ পার্কিংয়ের এর ব্যাপারে সতর্ক করে দেওয়া হয়েছে।

উল্লেখ্য, রাজা ম্যানশনসহ নগরীর জিন্দাবাজার এলাকার প্রায় প্রতিটি মার্কেট ও বিপণীবিতানের সমানের রাস্তা ও ফুটপাতে অবৈধভাবে মোটরসাইকেল ও সিএনজিচালিত অটোরিকশাসহ অন্যান্য যানবাহন পার্কিং করে রাখা হয় ঘন্টার পর ঘন্টা। এর আগে একাধিকবার এ ব্যাপারে সতর্ক করা হলেও মার্কেট কর্তৃপক্ষ এ ব্যাপারে উদাসীন। এ কারণে নগরবাসীকে অসহনীয় যানজটে পড়তে হচ্ছিল।

সিলেট মহানগরীর রাজপথ ও ফুটপাত অবৈধ দখল মুক্ত করতে ইতিপূর্বে হকারদের উচ্ছেদের পর লালদিঘীরপাড় হকার্স মার্কেটো তাদের অনেক কে পুনর্বাসন করা হয়েছে।

তবে হকারদের উচ্ছেদ করলেও ফুটপাত ও রাজপথ যথারীতি চলে যাচ্ছিল অবৈধভাবে গাড়ি পার্কিংয়ে।

এই সম্পর্কিত আরো

চরম ভোগান্তিতে ১০ গ্রামের মানুষ আইনি জটিলতায় ২৩ বছর ধরে তালাবদ্ধ ছনবাড়ি স্বাস্থ্যসেবা কেন্দ্র

নির্বাচন ও গণভোটের জন্য সরকার প্রস্তুত: সৈয়দা রিজওয়ানা

‘সুস্থ জাতি গঠনে খেলাধুলার বিকল্প নেই’ : ডা. সাখাওয়াত হাসান জীবন

সুনামগঞ্জ-১ আসনে বিএনপির চূড়ান্ত কাণ্ডারি কামরুজ্জামান কামরুল

সিলেট-৩ : প্রার্থিতা ফিরে পেলেন মইনুল বাকর, জমজমাট লড়াইয়ের আভাস

আচরণবিধি লঙ্ঘনের দায়ে মৌলভীবাজার-২ (কুলাউড়া) বিএনপি প্রার্থীকে শোকজ

সিলেট-৩ আসনে ধানের শীষের পক্ষে মালিক-শ্রমিকদের পূর্ণ সমর্থন ঘোষণা

ফাঁকা ৪৭ আসন নিয়ে যে সিদ্ধান্ত জানাল জামায়াত

বাইরের ভোটারদের ঢাকায় স্থানান্তরের অভিযোগ বিএনপির

ইরাকের আইন আল-আসাদ ঘাঁটি ছাড়ল যুক্তরাষ্ট্র, নিয়ন্ত্রণে ইরাকি সেনাবাহিনী