জুলাই বিপ্লব ২০২৪ নিয়ে সিলেটের বিশ্বনাথে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন, ইউনাইটের জালালাবাদ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও টরেন্টো বাংলা পাড়া ক্লাবের প্রতিষ্ঠাতা, সমাজসেবক, কানাডা প্রবাসী এম. আর আজিজ। আজ রবিবার দুপুরে পৌর শহরের নতুনবাজারস্থ প্রবাসীর বাসভবনে ওই মতবিনিময় করেছেন।
সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এম. আর আজিজ বলেন, প্রবাসে থাকলেও আমরা দেশের জন্য বাংলার মানুষের জন্য কাজ করি। বিদেশে বসবাস করলেও দেশকে ভালবেসে বারবার ছুটে আসি। সাধ্যমত মানুষের কল্যাণে কাজ করি। তিনি বলেন, জুলাই বিপ্লবের সময় দলমত নির্বিশেষে কানাডার মাটিতে আমরা ঐক্যবদ্ধভাবে জুলাই বিপ্লবের আন্দোলন করেছি। রাজপথে মিছিল করেছি। জুলাই বিপ্লবের আন্দোলনে বিশ্বনাথের কেউ আহত হয়ে থাকলে আমি তাঁর পাশে সাধ্যমত সহযোগিতা করব এর দায়িত্ব আমি সাংবাদিকদের দিয়ে দিলাম।
মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সমাজসেবক আসাদুজামান নূর আসাদ, রফিজ আলী। এসময় বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।