পুলিশে যোগ দেওয়া নতুন কনস্টেবলদের বরণ করে নিয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। রজনীগন্ধ্যা ফুল দিয়ে নবাগত ৭৩ জন কনস্টেবলকে বরণ করে নেওয়া হয়েছে।
রোববার সকাল ৯টায় সিলেট মেট্রোপলিটন পুলিশ লাইন্সে নবাগত কনস্টেবলদের বরণ ও পাঁচ দিন ব্যাপী ব্যবহারিক/ওরিয়েন্টেশন প্রশিক্ষণের উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) শেখ শরীফুল ইসলাম।
বক্তব্যে তিনি নবাগত কনস্টেবলদের উদ্দেশ্যে দিকনির্দেশনা প্রদান করেন। পরে তিনি তাদের প্রাথমিক প্রশিক্ষণ পর্বের প্রস্তুতি ও তাদের যোগদানের অভিজ্ঞতা সম্পর্কে খোঁজখবর নেন এবং পেশাগত শৃঙ্খলা, কর্তব্যপরায়ণতা ও জনসেবার মানসিকতা গড়ে তোলার বিষয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ প্রদান করেন।
এসময় আরও উপস্থিত ছিলেন সিলেট মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন পদমর্যাদার অফিসারবৃন্দ এবং নবাগত ৭৩ জন কনস্টেবল প্রশিক্ষণার্থী।