সিলেট জেলা প্রশাসক আন্ত: উপজেলা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৫-এর চ্যাম্পিয়ন জৈন্তাপুর উপজেলা টিমকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
২২ নভেম্বর শনিবার বিকেলে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন আয়োজিত এই সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করা হয়।
এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জর্জ মিত্র চাকমা।
সভায় বক্তারা জেলা প্রশাসক আন্ত: উপজেলা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৫-এ জৈন্তাপুর উপজেলা টিম চ্যাম্পিয়ন হয়ে জৈন্তাপুর বাসিকে সম্মানিত করায় টিমের সকল খেলোয়াড় সহ সংশ্লিষ্ট্র সবাইকে অভিনন্দন ও ধন্যবাদ জানান। ভবিষ্যতে
এঅঞ্চলের খেলাধুলার উন্নয়নে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সবরকমের সহযোগিতা করার আশ্বাস দেওয়া হয়।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ছিলেন সিলেট গ্যাস ফিল্ডস লি: এর ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো: আব্দুল জলিল প্রামানিক, জৈন্তাপুর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও উপজেলা যুব উন্নয়ন অফিসার সাইফুল ইসলাম, জনস্বাস্থ্য প্রকৌশলী রুহুল আমিন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ, নিজপাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইন্তাজ আলী, জৈন্তাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফখরুল ইসলাম, দরবস্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও টিম ম্যানেজার বাহারুল আলম বাহার, ফতেপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রফিক আহমদ, চিকনাগুল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান চৌধুরী, জৈন্তাপুর প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলমগীর হোসেন, তামাবিল পাথর আমদানিকারুক গ্রুপের ব্যবসায়ী ইলিয়াস উদ্দিন লিপু, অনলাইন প্রেসক্লাব সভাপতি মঈনুল মুরছালীন রুহেল, চ্যাম্পিয়ন দলের অধিনায়ক হিলাল আহমদ, টিমের কর্মকর্তা সাবেক ফুটবলার সেলিম আহমদ, কোচ বদরুল আলম ফয়েজ।
অনুষ্ঠান পরিচালনা করেন জৈন্তাপুর বিয়াম ডা: কুদরত উল্লাহ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আবু সুফিয়ান বেলাল। অনুষ্ঠানের শুরুতে খেলোয়াড়দের ফুল দিয়ে অভিনন্দন জানানো হয় এবং চ্যাম্পিয়ন দলের সকল খেলোয়াড়, কর্মকর্তাকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিশেষ সম্মানা স্মারক প্রদান করা হয়েছে।