শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫
শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
জৈন্তাপুরে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের গণসমাবেশ অনুষ্ঠিত বিশ্বনাথে কবি-সাংবাদিক রহমত আলী রচিত ‘বিলাতের বৃষ্টি’ গ্রন্থের মোড়ক উন্মোচন সিলেট-৪ আসন: মনোনয়ন দ্বন্দ্বে উত্তপ্ত রাজনীতির মাঠ বিএনপির দুর্দিনে আমরাই ছিলাম, ভবিষ্যতেও অগ্রভাগে থাকব: অ্যাডভোকেট জামান ঘরে ঘরে অসুস্থতা, হাসপাতালে ভিড়: সিলেটে শীতের প্রভাব আগামী নির্বাচনে ছাত্র-জনতা দুর্নীতিবাজদের লাল কার্ড দেখাবে : গোলাম পরওয়ার খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধান উপদেষ্টা ২১ নভেম্বর: ২২ ক্যারেটের স্বর্ণ কত দামে বিক্রি হচ্ছে জুয়া খেলার অভিযোগে বাগবাড়ি থেকে আটক ৬ যুবদল নেতা কিবরিয়া হত্যায় আটক ব্যক্তির ডিবি হেফাজতে মৃত্যু
advertisement
সিলেট বিভাগ

জৈন্তাপুরে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের গণসমাবেশ অনুষ্ঠিত

সিলেটের জৈন্তাপুর উপজেলায় জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ৪ নং দরবস্ত ইউনিয়ন শাখার উদ্যোগে এক গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২১শে নভেম্বর) বিকেল ৩:০০ ঘটিকা হতে সন্ধ্যা ৭:০০ ঘটিকা পর্যন্ত দরবস্ত বাজার মঞ্চে এই গণসমাবেশ অনুষ্ঠিত হয়। 

সমাবেশে ইমামুল কওম শায়খ মাওলানা হাবিবুর রহমান গণসমাবেশের উদ্বোধন করেন। সমাবেশে খরিলহাট মাদ্রাসার মুহতামিম হযরত মাওলানা আবু হানিফ (দা বা) এর সভাপতিত্বে ও মাওলানা শিহাব উদ্দিন ও হাফিজ মাওলানা আবুল হাসান এর যৌথ সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলামি বাংলাদেশ এর কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ কর্তৃক সিলেট -৪ আসনে খেঁজুর গাছ প্রতীকের মনোনীত প্রার্থী আলহাজ্ব এডভোকেট মোহাম্মদ আলী।

এ সময় গণসমাবেশে বক্তারা বলেন, বাংলাদেশের মানুষের মৌলিক অধিকার বাস্তবায়নে ইসলামি শাসন ব্যবস্হার কোন বিকল্প নেই। স্বাধীনতার ৫৪ বছর অতিবাহিত হলেও দেশের প্রকৃত উন্নয়ন হয় নি। দেশে একের পর এক দূর্নীতি, অর্থ পাচারের মত কর্মকাণ্ডগুলো থেকে অতীতের শাসক গোষ্ঠীরা বেরিয়ে আসতে পারে নি। এই সমস্ত সমস্যা থেকে রাষ্ট্রকে মুক্ত করে ও প্রকৃত ইসলামি শাসন ব্যবস্থা কায়েম করতে জমিয়তে উলামায়ে ইসলামির ক্ষমতায় আসা জরুরী। 

এ সময় বক্তারা আরো বলেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কম্পানিগন্জ  উপজেলায় প্রাকৃতিক খনিজ সম্পদে ভরপুর করে দিয়েছেন। কিন্তু সেই প্রাকৃতিক খনিজ সম্পদ এতদিন সুবিধাভোগীরা লুটপাট করে নিজের আখের গোছাতে ব্যস্ত ছিলো। শ্রমিক ও মেহনতী মানুষের কল্যাণে এই প্রাকৃতিক খনিজ সম্পদ শতভাগ সুফল বয়ে আনতে পারে নি। তাছাড়া শ্রমিকদের স্বার্থের কথা কখনো বিবেচনা করা হয় নি।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিলেট -৪ আসনে বসন্তের কোকিলের মত বহিরাগত  প্রার্থীরা এসে জড়ো হচ্ছে। তবে এবার বৃহত্তর জৈন্তার মানুষ তাদের নিজের মাটির সন্তানকে মহান জাতীয় সংসদে দেখতে চায়। কারণ এই জনপদের মানুষের সুখ দুঃখ সেই বুজবে যে বৃহত্তর জৈন্তার জনপদে বেড়ে উঠেছে। সেই হিসেবে এডভোকেট মোহাম্মদ আলী দীর্ঘ কয়েক যুগ ধরে আলেম উলামার ঘাঁটি হিসেবে পরিচিত বৃহত্তর জৈন্তার মানুষকে নেতৃত্ব দেয়ার একমাত্র যোগ্য ব্যাক্তি।

এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, হরিপুর মাদ্রাসার মুহতামিম মাওলানা  শায়খ হিলাল আহমেদ, সিলেট মহানগর উত্তর শাখার সভাপতি শাইখুল হাদীস আতাউর রহমান কোম্পানীগঞ্জী,রামপ্রসাদ ইসলামিয়া মাদ্রাসার মুহতামিম শাইখুল হাদীস মাওলানা মুবাশ্বির আলি, মহানগর শাখার সাধারণ সম্পাদক মাওলানা আবদুল মালিক চৌধুরী, জমিয়তে উলামায়ে ইসলাম জৈন্তাপুর শাখার সভাপতি মাওলানা আবদুল জব্বার, দারুস সালাম লাফনাউট মাদ্রাসার শিক্ষা সচিব মাওলানা ফয়জুল করিম, সিলেট জেলা উত্তর শাখার সাধারণ সম্পাদক মুফতি এবাদুর রহমান, জৈন্তাপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা মুহিব উল্লাহ্,গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা গোলাম আম্বিয়া কয়েস, জমিয়ত নেতা মাওলানা কবির আহমেদ সহ বিভিন্ন ইউনিয়ন হতে আগত আলেম উলামা, পেশাজীবি, শ্রমজীবী জনগন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

এই সম্পর্কিত আরো

জৈন্তাপুরে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের গণসমাবেশ অনুষ্ঠিত

বিশ্বনাথে কবি-সাংবাদিক রহমত আলী রচিত ‘বিলাতের বৃষ্টি’ গ্রন্থের মোড়ক উন্মোচন

সিলেট-৪ আসন: মনোনয়ন দ্বন্দ্বে উত্তপ্ত রাজনীতির মাঠ

বিএনপির দুর্দিনে আমরাই ছিলাম, ভবিষ্যতেও অগ্রভাগে থাকব: অ্যাডভোকেট জামান

ঘরে ঘরে অসুস্থতা, হাসপাতালে ভিড়: সিলেটে শীতের প্রভাব

আগামী নির্বাচনে ছাত্র-জনতা দুর্নীতিবাজদের লাল কার্ড দেখাবে : গোলাম পরওয়ার

খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধান উপদেষ্টা

২১ নভেম্বর: ২২ ক্যারেটের স্বর্ণ কত দামে বিক্রি হচ্ছে

জুয়া খেলার অভিযোগে বাগবাড়ি থেকে আটক ৬

যুবদল নেতা কিবরিয়া হত্যায় আটক ব্যক্তির ডিবি হেফাজতে মৃত্যু