শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫
শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
জৈন্তাপুরে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের গণসমাবেশ অনুষ্ঠিত বিশ্বনাথে কবি-সাংবাদিক রহমত আলী রচিত ‘বিলাতের বৃষ্টি’ গ্রন্থের মোড়ক উন্মোচন সিলেট-৪ আসন: মনোনয়ন দ্বন্দ্বে উত্তপ্ত রাজনীতির মাঠ বিএনপির দুর্দিনে আমরাই ছিলাম, ভবিষ্যতেও অগ্রভাগে থাকব: অ্যাডভোকেট জামান ঘরে ঘরে অসুস্থতা, হাসপাতালে ভিড়: সিলেটে শীতের প্রভাব আগামী নির্বাচনে ছাত্র-জনতা দুর্নীতিবাজদের লাল কার্ড দেখাবে : গোলাম পরওয়ার খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধান উপদেষ্টা ২১ নভেম্বর: ২২ ক্যারেটের স্বর্ণ কত দামে বিক্রি হচ্ছে জুয়া খেলার অভিযোগে বাগবাড়ি থেকে আটক ৬ যুবদল নেতা কিবরিয়া হত্যায় আটক ব্যক্তির ডিবি হেফাজতে মৃত্যু
advertisement
সিলেট বিভাগ

বিএনপির দুর্দিনে আমরাই ছিলাম, ভবিষ্যতেও অগ্রভাগে থাকব: অ্যাডভোকেট জামান

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ-স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক ও সিলেট-৪ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী অ্যাডভোকেট সামসুজ্জামান জামান বলেছেন, জুলাই বিপ্লবের মুখে দেশ থেকে পালিয়ে যাওয়া ফ্যাসিবাদী গোষ্ঠী সারা দেশে আতঙ্কের পরিবেশ সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। তাদের মূল উদ্দেশ্য নির্বাচন বানচাল করা এবং একটি অপশক্তিকে পুনরায় বাংলাদেশের বুকে চাপিয়ে দেওয়া। তবে হযরত শাহজালাল (রহ.)-এর পুণ্যভূমি সিলেট থেকে আমরা স্পষ্ট বার্তা দিতে চাই—এই ষড়যন্ত্র রুখে দেওয়া হবে।

শুক্রবার (২১ নভেম্বর) বিকেলে সিলেট নগরীতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন ও ফ্যাসিস্ট আওয়ামী লীগের নাশকতার প্রতিবাদে আয়োজিত মিছিলপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সমাবেশে অ্যাডভোকেট জামান অভিযোগ করে বলেন, বর্তমান স্বৈরাচারী গোষ্ঠী পরিকল্পিতভাবে ‘টার্গেট কিলিং’ ও নাশকতা সৃষ্টি করছে। এই ষড়যন্ত্র ডালপালা মেলবার আগেই তা অঙ্কুরেই বিনাশ করতে হবে। মা-বোনের ইজ্জত ও সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিতে পাড়া-মহল্লায় সবাইকে সজাগ থাকতে হবে এবং প্রতিরোধ গড়ে তুলতে হবে।

বিএনপি ও এর শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে ষড়যন্ত্রের বিষয়ে হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া এবং আমাদের নেতা তারেক রহমানের বিরুদ্ধে কাল্পনিক সংকট তৈরি করে যেসব ষড়যন্ত্র করা হচ্ছে, তা কঠোরভাবে প্রতিহত করা হবে। আমরা সুযোগসন্ধানী নই; বিএনপির দুর্দিনে যেমন অগ্রভাগে ছিলাম, ভবিষ্যতেও দলকে রক্ষা করতে আমরাই সামনে থাকব।

সমাবেশ শেষে অ্যাডভোকেট জামানের নেতৃত্বে একটি বিশাল মিছিল নগরীর মিরাবাজার পয়েন্ট থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চৌহাট্টা পয়েন্টে গিয়ে শেষ হয়। মিছিলে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সহস্রাধিক নেতাকর্মী অংশ নেন।

গোয়াইনঘাট উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক নাছির উদ্দিনের সভাপতিত্বে ও শহিদ ওয়াসিম ব্রিগেড সিলেটর সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন উজ্জ্বলের পরিচলানায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর বিএনপির সাবেক পরিবহণ বিষয়ক সম্পাদক আমিরুজ্জামান জোয়াহির, জৈন্তাপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন, জৈন্তাপুর উপজেলা ছাত্রদলের সাবেক সদস্যসচিব মো. জাকারিয়া, সিলেট জেলা যুবদলের সহসাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট নিজাম উদ্দিন, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপি নেতা সফর আলী ও সোহাগ আহমদ,  সিলেট জেলা বিএনপি নেতা রুজেল আহমদ চৌধুরী, মহানগর বিএনপি নেতা সিদ্দীক আলী, সিলেট মহানগর ছাত্রদলের সাবেক সহসভাপতি অর্পণ ঘোষ, সিলেট জেলা মৎস্যজীবী দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মালেক আহমদ মেম্বার, জেলা স্বেচ্ছাসেবকদল নেতা দেওয়ান কামরান, সাজ্জাদুর রহমান সাজু, শাহপরাণ (রহ.) থানা স্বেচ্ছাসেবক দল নেতা জামাল উদ্দিন, জালালাবাদ থানা স্বেচ্ছাসেবকদলের সাবেক সিনিয়র সদস্য শায়েস্তাউর রহমান সানি,  গোয়াইনঘাট উপজেলা স্বেচ্ছাসেবকদলের সাবেক যুগ্ন আহবায়ক হাজী বিলাল প্রমুখ।

কর্মসূচির শুরুতে দেশ ও জাতির কল্যাণ কামনা করে মোনাজাত পরিচালনা করেন গোলাপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক হাজী আবুল কালাম। এছাড়াও সমাবেশে বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

এই সম্পর্কিত আরো

জৈন্তাপুরে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের গণসমাবেশ অনুষ্ঠিত

বিশ্বনাথে কবি-সাংবাদিক রহমত আলী রচিত ‘বিলাতের বৃষ্টি’ গ্রন্থের মোড়ক উন্মোচন

সিলেট-৪ আসন: মনোনয়ন দ্বন্দ্বে উত্তপ্ত রাজনীতির মাঠ

বিএনপির দুর্দিনে আমরাই ছিলাম, ভবিষ্যতেও অগ্রভাগে থাকব: অ্যাডভোকেট জামান

ঘরে ঘরে অসুস্থতা, হাসপাতালে ভিড়: সিলেটে শীতের প্রভাব

আগামী নির্বাচনে ছাত্র-জনতা দুর্নীতিবাজদের লাল কার্ড দেখাবে : গোলাম পরওয়ার

খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধান উপদেষ্টা

২১ নভেম্বর: ২২ ক্যারেটের স্বর্ণ কত দামে বিক্রি হচ্ছে

জুয়া খেলার অভিযোগে বাগবাড়ি থেকে আটক ৬

যুবদল নেতা কিবরিয়া হত্যায় আটক ব্যক্তির ডিবি হেফাজতে মৃত্যু