শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫
শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
বিশ্বনাথে কবি-সাংবাদিক রহমত আলী রচিত ‘বিলাতের বৃষ্টি’ গ্রন্থের মোড়ক উন্মোচন সিলেট-৪ আসন: মনোনয়ন দ্বন্দ্বে উত্তপ্ত রাজনীতির মাঠ বিএনপির দুর্দিনে আমরাই ছিলাম, ভবিষ্যতেও অগ্রভাগে থাকব: অ্যাডভোকেট জামান ঘরে ঘরে অসুস্থতা, হাসপাতালে ভিড়: সিলেটে শীতের প্রভাব আগামী নির্বাচনে ছাত্র-জনতা দুর্নীতিবাজদের লাল কার্ড দেখাবে : গোলাম পরওয়ার খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধান উপদেষ্টা ২১ নভেম্বর: ২২ ক্যারেটের স্বর্ণ কত দামে বিক্রি হচ্ছে জুয়া খেলার অভিযোগে বাগবাড়ি থেকে আটক ৬ যুবদল নেতা কিবরিয়া হত্যায় আটক ব্যক্তির ডিবি হেফাজতে মৃত্যু দেশ পুনর্গঠনে সেনাবাহিনীর ভূমিকা অক্ষুণ্ন থাকবে, বিশ্বাস প্রধান উপদেষ্টার
advertisement
সিলেট বিভাগ

ঘরে ঘরে অসুস্থতা, হাসপাতালে ভিড়: সিলেটে শীতের প্রভাব

সিলেটে শীতের হাওয়া নামতেই ঘরে ঘরে ঠান্ডাজনিত রোগ ছড়িয়ে পড়েছে। শহর থেকে গ্রাম—সব জায়গায়ই শিশু, বয়স্ক, গর্ভবতী নারী ও দুর্বল স্বাস্থ্যের মানুষ সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছেন। সর্দি-কাশি, জ্বর, শ্বাসকষ্ট, নিউমোনিয়া ও হাঁপানিতে ভুগছে প্রতিদিনই অসংখ্য রোগী। চিকিৎসকেরা বলছেন, তাপমাত্রা হঠাৎ কমে যাওয়ার পর গত এক সপ্তাহে রোগীর সংখ্যা কয়েক গুণ বেড়েছে—এ যেন পুরো সিলেটজুড়ে নীরবে ছড়িয়ে পড়া এক মৌসুমি স্বাস্থ্য সংকট।

শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও বেশ কয়েকটি বেসরকারি হাসপাতালে গিয়ে দেখা গেছে—অধিকাংশ ওয়ার্ডে শিশুদের শ্বাসকষ্ট, ভাইরাল জ্বর ও নিউমোনিয়ার রোগী ভর্তির সংখ্যা গত বছরের তুলনায় দ্বিগুণ। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, সকালে ও গভীর রাতে তাপমাত্রার দ্রুত পরিবর্তনে শিশু ও প্রবীণরা সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছেন। বাইরে ধুলাবালির মাত্রা বেড়ে যাওয়ায় এলার্জিজনিত সমস্যাও বাড়ছে।

এ বিষয়ে নগরীর আম্বরখানা বড়বাজার এলাকার বাসিন্দা সাবিনা আক্তার বলেন-আমার তিন বছরের ছেলেটা দু’দিন ধরে টানা জ্বর আর সর্দিতে ভুগছে। শুধু সে নয়—আমাদের বাড়ির প্রায় সব বাচ্চাই এখন অসুস্থ। দিন কাটানোই কষ্ট হয়ে গেছে।

নগরীর গোয়াইপাড়া এলাকার বাসিন্দা ফাতেমা বেগম শিউলি বলেন-চার দিন ধরে মাথাব্যথা, গলাব্যথা আর জ্বরে ভুগছি। ওষুধ খেয়েও যেন কোনো আরাম মিলছে না। শরীরটা পুরো ভেঙে পড়েছে। ঘরের কাজ-কর্ম কিছুই ঠিক মতো করতে পারছি না। মনে হচ্ছে এই ঠান্ডার সময়টা আমাদের জন্য খুব কষ্টের হয়ে দাঁড়িয়েছে।

বাগবাড়ি এলাকার বাসিন্দা নোমান মিয়া বলেন-আমার বাবার অবস্থা কয়েক দিন ধরে খুব খারাপ। শ্বাসকষ্ট যেন কমছেই না। হাসপাতালে নিয়ে চিকিৎসা করালে একটু কমেছিল, কিন্তু বাসায় ফেরার পর আবার বেড়ে গেছে। সারাক্ষণ দুশ্চিন্তায় থাকছি, কখন আবার নিয়ে যেতে হয়—এই ভাবনায় পরিবারের সবাই অস্থির।

এ বিষয়ে সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মোহাম্মদ মিজানুর রহমান বলেন-শীতের হাওয়া বইতে শুরু করায় হাসপাতালের শ্বাসকষ্ট, সর্দি-কাশি, জ্বর ও নিউমোনিয়ার রোগীর সংখ্যা অনেক বেড়ে গেছে। শিশু, প্রবীণ ও কমজোরি রোগীদের পরিস্থিতি সবচেয়ে উদ্বেগজনক। বর্তমানে প্রতিদিন শতাধিক রোগী চিকিৎসা নিতে আসছেন, এবং অনেককেই ভর্তি করতে হচ্ছে। তাই পরিবারের সবাইকে সতর্ক থাকতে হবে—উষ্ণ থাকার ব্যবস্থা, পর্যাপ্ত বিশ্রাম এবং সমস্যা দেখা দিলে দ্রুত চিকিৎসা নেওয়া এখন অত্যন্ত জরুরি।

এ বিষয়ে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ ও শিশু বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মো. জিয়াউর রহমান চৌধুরী বলেন-শীত শুরু হতেই শিশু ও বয়স্ক রোগীর সংখ্যা হঠাৎ বেড়ে গেছে। বিশেষ করে শ্বাসকষ্ট, সর্দি-কাশি ও নিউমোনিয়ার শিশুর সংখ্যা গত কয়েক দিনে অনেক বেশি চোখে পড়ছে। তাপমাত্রা দ্রুত কমে যাওয়ায় রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হয়ে পড়ে, তখন ভাইরাল ও ব্যাকটেরিয়াজনিত সংক্রমণ সহজেই আঘাত হানে। আমরা প্রতিদিনই অনেক রোগীকে চিকিৎসা দিচ্ছি, যার বেশিরভাগই ঠান্ডাজনিত জটিলতায় ভুগছে।

এ বিষয়ে সিলেট বিভাগের স্বাস্থ্য পরিচালক ডা. মো. আনিসুর রহমান বলেন-সিলেটে হঠাৎ তাপমাত্রা কমে যাওয়ায় ঠান্ডাজনিত রোগের প্রভাব ক্রমশ বেড়ে চলেছে। ঘরে ঘরে মানুষ সর্দি-কাশি, জ্বর, শ্বাসকষ্ট ও নিউমোনিয়ায় আক্রান্ত হচ্ছেন। বিশেষ করে শিশু, বয়স্ক এবং যাঁদের পূর্ব থেকেই অসুস্থতা রয়েছে, তাঁরা সবচেয়ে বেশি ঝুঁকিতে। হাসপাতালে রোগীর চাপ আগের তুলনায় কয়েকগুণ বেড়ে গেছে। শীতকালে নিজের স্বাস্থ্যকে রক্ষা করতে উষ্ণ পোশাক পরা, ঘর-পরিচ্ছন্নতা বজায় রাখা এবং সমস্যার ক্ষেত্রে দেরি না করে চিকিৎসকের পরামর্শ নেওয়া এখন একান্ত প্রয়োজন। যদি সময়মতো সতর্কতা না নেওয়া হয়, পরিস্থিতি আরও জটিল হয়ে যেতে পারে।

নগরীর ফার্মেসিগুলোতেও ঠান্ডাজনিত ওষুধ, কাশির সিরাপ ও ইনহেলারের চাহিদা বেড়েছে। কয়েকটি জনপ্রিয় ব্র্যান্ডের ইনহেলার মিলছে না বলে জানিয়েছেন রোগীরা। ওষুধ বিক্রেতারা বলছেন, হঠাৎ করে এত সংখ্যক রোগী বেড়ে যাওয়ায় কিছু পণ্য সরবরাহে চাপ পড়েছে। তবে কয়েক দিনের মধ্যেই সংকট কাটবে বলে আশা করছেন তাঁরা।

এদিকে, সিলেটের চা-বাগান এলাকায় পরিস্থিতি আরও গুরুতর বলে অভিযোগ করেছেন শ্রমিকেরা। বাগান শ্রমিক কলোনিগুলোতে যথেষ্ট শীতবস্ত্র নেই, ঘরগুলো বাতাস ঢুকে ঠান্ডা বেশি লাগে। ফলে নিউমোনিয়া, অ্যাজমা ও জ্বর-কাশিতে প্রায় প্রতিটি পরিবারেই কেউ না কেউ আক্রান্ত। শিশুরা সবচেয়ে বেশি কষ্ট পাচ্ছে। শ্রমিকরা জানাচ্ছেন—বাগান কর্তৃপক্ষ বা স্থানীয় প্রশাসন থেকে এখনো পর্যাপ্ত শীতবস্ত্র বা ওষুধ সহায়তা পাওয়া যায়নি। অনেক পরিবারের সদস্যকেই এখন ঘরের ভিতর থাকতে হচ্ছে, তবু স্বাস্থ্যঝুঁকি কমছে না। তাদের অনেকেই শীতের রাতে শ্বাসকষ্ট বা জ্বর নিয়েই ভেতরে ঘুমাতে বাধ্য। শ্রমিকদের অভাব-অনটনের মধ্যে, শিশুদের অসুস্থতা পরিবারগুলোকে আরও উদ্বিগ্ন করে তুলেছে।

সিলেটের মানুষের ভাষায়—শীত এখন শুধু আবহাওয়ার পরিবর্তন নয়, বরং একটি বড় স্বাস্থ্যঝুঁকি। শিশু, প্রবীণ ও শারীরিকভাবে দুর্বল মানুষ সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছেন। হাসপাতালগুলোতে রোগীর চাপ বেড়ে গেছে, আর ঘরে ঘরে মানুষ অসুস্থতায় ভুগছেন। চিকিৎসক, প্রশাসন ও স্থানীয় সংগঠনগুলোর মতে, সবাই সতর্ক হলে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিলে এ পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে রাখা সম্ভব। উষ্ণ পোশাক পরা, ঘর-পরিচ্ছন্নতা বজায় রাখা, শিশু ও বৃদ্ধদের যত্ন নেওয়া এবং অসুস্থতা দেখা দিলে দ্রুত চিকিৎসা নেওয়া এই শীতে জীবনের ঝুঁকি কমাতে সাহায্য করবে। সঠিক সচেতনতা এবং সময়মতো পদক্ষেপ নিলে পরিবারের সবার স্বাস্থ্য রক্ষা করা সম্ভব। তাই সবাইকে এখন আরও বেশি সতর্ক হওয়া জরুরি।

এই সম্পর্কিত আরো

বিশ্বনাথে কবি-সাংবাদিক রহমত আলী রচিত ‘বিলাতের বৃষ্টি’ গ্রন্থের মোড়ক উন্মোচন

সিলেট-৪ আসন: মনোনয়ন দ্বন্দ্বে উত্তপ্ত রাজনীতির মাঠ

বিএনপির দুর্দিনে আমরাই ছিলাম, ভবিষ্যতেও অগ্রভাগে থাকব: অ্যাডভোকেট জামান

ঘরে ঘরে অসুস্থতা, হাসপাতালে ভিড়: সিলেটে শীতের প্রভাব

আগামী নির্বাচনে ছাত্র-জনতা দুর্নীতিবাজদের লাল কার্ড দেখাবে : গোলাম পরওয়ার

খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধান উপদেষ্টা

২১ নভেম্বর: ২২ ক্যারেটের স্বর্ণ কত দামে বিক্রি হচ্ছে

জুয়া খেলার অভিযোগে বাগবাড়ি থেকে আটক ৬

যুবদল নেতা কিবরিয়া হত্যায় আটক ব্যক্তির ডিবি হেফাজতে মৃত্যু

দেশ পুনর্গঠনে সেনাবাহিনীর ভূমিকা অক্ষুণ্ন থাকবে, বিশ্বাস প্রধান উপদেষ্টার