সিলেট নগরীর বাগবাড়ি নরসিংটিলা এলাকায় অভিযান চালিয়ে ৬ জনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা শিলং তীর নামক জুয়া খেলছিল বলে পুলিশ দাবি করেছে। বুধবার বিকেল ৪টা ২০ মিনিটের সময় কোতোয়ালী থানাপুলিশ এ অভিযান চালায়।
আটককৃতরা হলেন- নেত্রকোনা জেলার মদন থানার বাগজান তিরিশিরি গ্রামের হাবিবুর রহমানের ছেলে আনোয়ার হোসেন (৫২), সিলেট নগরীর ভাতালিয়া ৮৮ নম্বর বাসার মৃত আরমান উল্লাহ’র ছেলে বদরুল ইসলাম (৬০), একই এলাকার ৮৮/১ নম্বর বাসার বদরুল ইসলামের ছেলে আকিল ইসলাম অপু (২১), মৌলভীবাজার জেলার কমলগঞ্জ থানার গোপালনগর রামপুরের মৃত সতেন্দ্র মালাকারের ছেলে সুমন মালাকার (৪০), নগরীর কামালগড় কালিঘাটের মৃত মক্কু মিয়ার ছেলে গোলজার আহমদ (৩৪) ও চাঁদপুর জেলার সদর থানার ইব্রাহিমপুরের মৃত কালু পাঠানের ছেলে সৈয়দ আহমদ (৫২)।