সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫
সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
advertisement
সিলেট বিভাগ

সীমান্ত এলাকার উন্নয়নে নিজেকে বিলিয়ে দিতে চাই: অ্যাড. জামান

সীমান্ত এলাকার উন্নয়নে নিজেকে বিলিয়ে দিতে চাই মন্তব্য করে বিএনপির মনোনীয় প্রত্যাশী সাবেক কেন্দ্রীয় সহ স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সামসুজ্জামান জামান বলেছেন, আল্লাহ যদি আমাকে আপনাদের খেদমত করার সুযোগ দেন, তবে এই তিন উপজেলা হবে দেশের মধ্যে সবচেয়ে উন্নত।

আগামীতে সুযোগ পেলে এই অঞ্চলের আমূল পরিবর্তনের প্রতিশ্রুতি দিয়ে বলেন, গত ৩০ বছর ধরে আমি এই জনপদের মানুষের সুখে-দুঃখে পাশে আছি। আমার সাথে এখানকার মানুষের নাড়ির টান।

বুধবার (১৯ নভেম্বর) গোয়াইনঘাট উপজেলার বিভিন্ন এলাকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার প্রচারপত্র বিলি ও গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, অফুরন্ত খনিজ সম্পদের ভান্ডার সিলেটের সীমান্ত জনপদ জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ নিয়ে গঠিন সিলেট-৪ আসন। সম্পদে ভরপুর থাকা সত্ত্বেও এখানকার মানুষকে কৃত্রিমভাবে গরিব বানিয়ে রাখা হয়েছে।

বিগত স্বৈরাচারী সরকারের সমালোচনা করে অ্যাডভোকেট জামান বলেন, গত ১৭ বছর গোয়াইনঘাটে দৃশ্যমান কোনো উন্নয়ন হয়নি। এখানকার সাবেক মন্ত্রী, এমপি, চেয়ারম্যানরা কেবল নিজেদের আখের গুছিয়েছেন। তারা সাধারণ মানুষের কল্যাণে কিছু করেননি। বালু-পাথরের রাজ্য হিসেবে পরিচিত এই তিন উপজেলায় রাস্তাঘাটের বেহাল দশা। এখানকার গ্যাস সারা দেশে ব্যবহৃত হলেও স্থানীয়রা বঞ্চিত। বালি ও পাথর লুট করে রাঘববোয়ালরা কোটি কোটি টাকার মালিক হয়েছে, অথচ প্রকৃত খেটে খাওয়া শ্রমিকরা লাভবান হয়নি। এই এলাকার মানুষকে কৃত্রিমভাবে গরিব বানিয়ে রাখা হয়েছে।

স্বাস্থ্য ও শিক্ষাখাতের নাজুক অবস্থার চিত্র তুলে ধরে তিনি বলেন, তিন উপজেলার মানুষের জন্য একটি আধুনিক হাসপাতাল নেই। সামান্য প্রেগন্যান্সি টেস্টের জন্যও গর্ভবতী নারীদের সিলেট শহরে যেতে হয়। এছাড়া এখানে কোনো বিশ্ববিদ্যালয় না থাকায় শিক্ষাক্ষেত্রেও এই জনপদ পিছিয়ে পড়েছে।

দেশের বর্তমান প্রেক্ষাপট ও নির্বাচন প্রসঙ্গে অ্যাডভোকেট জামান বলেন, দেশ এখন নির্বাচনমুখী এবং মানুষ ধানের শীষে ভোট দিতে মুখিয়ে আছে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রনীত ৩১ দফা হলো দেশের মানুষের মুক্তির সনদ উল্লেখ করে তিনি বলেন, দল ক্ষমতায় গেলে আমাদের নেতা তারেক রহমান এই সনদ বাস্তবায়ন করবেন। তবে ফ্যাসিবাদী শক্তি ও স্বৈরাচার আওয়ামী লীগ নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে। তারা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পায়তারা করছে। এসব ষড়যন্ত্র প্রতিহত করতে আমাদের সজাগ ও প্রস্তুত থাকতে হবে।

এর আগে বুধবার অ্যাডভোকেট সামসুজ্জামান জামান গোয়াইনঘাট উপজেলার ৬নং ফতেপুর ইউনিয়নে মাদরাসা শিক্ষকদের সাথে মতবিনিময় করেন। পরে তিনি ফতেপুর বাজার ও মানিকগঞ্জ বাজার মসজিদে যথাক্রমে আসর ও মাগরিবের নামাজ আদায় করে মুসল্লিদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন এবং ৩১ দফার লিফলেট বিতরণ করেন।

এ সময় তিনি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য দোয়া কামনা করেন।

পরবর্তীতে তিনি ডৌবাড়ী ইউনিয়নের ডৌবাড়ী বাজারে প্রচারপত্র বিলি করেন এবং সবশেষে নিয়ানইন বাজারে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠন আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। এসময় তাঁর সাথে স্থানীয় বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এই সম্পর্কিত আরো