বালাগঞ্জ উপজেলার দেওয়ানবাজার ইউনিয়নের আলাপুর যাত্রী ছাওনি পরিদর্শন করেছেন গহরপুর আব্দুল মতিন মহিলা একাডেমির প্রতিষ্ঠাতা ও যুক্তরাজ্য প্রবাসী শিক্ষানুরাগী আব্দুল মতিন মাখন।
বুধবার (১৯ নভেম্বর) বিকেলে তিনি সুবিধাবঞ্চিত মানুষের জন্য নির্মিত এই গুরুত্বপূর্ণ অবকাঠামোটি ঘুরে দেখেন। এ প্রকল্পটি বাস্তবায়ন করেছে গহরপুর এসোসিয়েশন ইউকে।
পরিদর্শনকালে আব্দুল মতিন মাখন যাত্রী ছাওনিটির যথাযথ ব্যবহার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, এটি কেবলমাত্র যাত্রীদের সুবিধার জন্য। এখানে যেন আড্ডাখানা বা কোনো ধরনের অসামাজিক কার্যকলাপের স্থান তৈরি না হয়—এ বিষয়ে স্থানীয়দের সচেতন থাকতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন—যুক্তরাজ্য প্রবাসী ও আব্দুল মতিন মহিলা একাডেমির আজীবন দাতা সদস্য মো. সাইস্তা মিয়া, দেওয়ানবাজার ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল জলিল, মোরার বাজারের ব্যবসায়ী হুসেন আহমদ হুশিয়ার, প্রবীণ মুরব্বি মো. আব্দুর রহমান, বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সহসভাপতি সাংবাদিক শাহ মো. হেলাল প্রমুখ।
পরিদর্শন শেষে আব্দুল মতিন মাখন ও অন্যান্য উপস্থিত ব্যক্তিরা ছাওনিটির নির্মাণশৈলীর প্রশংসা করেন। তাঁরা বলেন, নর্থইস্ট বালাগঞ্জ কলেজ ও গহরপুর আব্দুল মতিন মহিলা একাডেমির শিক্ষার্থীসহ আশপাশের সাধারণ মানুষ যাত্রী ছাওনিটি থেকে উপকৃত হবেন। সবার দায়িত্ব হবে এটি সঠিকভাবে ব্যবহার ও নিয়মিত রক্ষণাবেক্ষণ করা।
গহরপুর এসোসিয়েশন ইউকে-এর এই উদ্যোগ সত্যিই প্রশংসার দাবিদার। একই সঙ্গে ছাওনিটির সুশৃঙ্খল ব্যবহার নিশ্চিত করতে স্থানীয় প্রবীণ মুরব্বি ও যুবসমাজের নজরদারি কামনা করা হয়।