অসামাজিক কার্যকলাপে জড়িত থাকা ও নৈতিক স্খলনের দায়ে শ্রীমঙ্গল প্রেসক্লাব থেকে এম ইদ্রিস আলীকে বহিষ্কার করা হয়েছে।
প্রেসক্লাবের গঠনতন্ত্র অনুচ্ছেদ ৩ এর ‘ঙ’ ও ‘চ’ ধারায় তাকে বহিষ্কারের পাশাপাশি আজীবনের জন্য সাধারণ সদস্য পদও বাতিল করা হয়েছে।
মঙ্গলবার ১৮ নভেম্বর ২০২৫ইং রাত ৭ টায় শ্রীমঙ্গল প্রেসক্লাবের এক কার্যকরী সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়।
ক্লাবের সদস্য রুবেল আহমেদ ১৯ নভেম্বর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়- গত ১ নভেম্বর ২০২৫ ইং তারিখে রাত সাড়ে ১২টার দিকে অত্র শ্রীমঙ্গল প্রেসক্লাবের সদস্য এম ইদ্রিস আলী উপজেলার শংকরসেনা গ্রামের জনৈক পাকি মিয়ার বিধাব কন্যা নাসরীন আক্তারের সাথে অসামজিক কার্যকলাপে লিপ্ত থাকা অবস্থায় স্থানীয় জনতার হাতে আটক হন।
এঘটনায় বিক্ষুদ্ধ এলাকাবাসী এম ইদ্রিস আলীকে রশি দিয়ে বেধে শারীরিক ভাবে লাঞ্চিত করার ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়। ২ নভেম্বর জাতীয় ও স্থানীয় পত্র-পত্রিকায় এ নিয়ে সংবাদ প্রকাশিত হয়।
এই ঘটনায় শ্রীমঙ্গল প্রেসক্লাবের সুনামহানি ও মর্যাদা ক্ষুন্ন হয়েছে। এপ্রেক্ষিতে শ্রীমঙ্গল প্রেসক্লাব গত ৪ নভেম্বর এক জরুরী সভা ডেকে ক্লাবের ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। এই কমিটির তদন্ত প্রতিবেদন পাওয়ার পর উল্লেখিত ঘটনার সত্যতা প্রমাণিত হয়। তদন্ত কমিটির সুপারিশ ও ক্লাব সদস্যদের সর্ব সম্মতিক্রমে তাকে বহিষ্কার ও আজীবনের জন্য সাধারণ সদস্য পদ বাতিলের সিদ্ধান্ত নেয়া হয়।