সিলেটে বেড়ে চলছে ডেঙ্গুর প্রাদুর্ভাব। ২৪ ঘন্টায় ডেঙ্গু সনাক্ত হয়েছে আরও ১০ জনের। নভেম্বর মাসে প্রতিদিন সনাক্তের গড় প্রায় ৬ জন।
মঙ্গলবার (১৮ নভেম্বর) দুপুরে সিলেট বিভাগীয় স্বাস্থ্য কর্মকর্তার কার্যালয় থেকে এসব তথ্য জানানো হয়েছে।
নভেম্বর মাসে সিলেট বিভাগে ডেঙ্গু সনাক্ত হয়েছে মোট ১০২ জনের।
এ নিয়ে এবছর সিলেটে মোট ডেঙ্গু সনাক্ত হল ৪১৭ জনের।
বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ১৪ জন ডেঙ্গু রোগী। এদের মধ্যে মৌলভীবাজার সদর হাসপতালে -২, কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫, বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১, হবিগঞ্জ সদর হাসপাতালে ২, লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে আছেন ২ জন।
এবছর সিলেটে ৭৩, সুনামগঞ্জে ৫৯, মৌলভীবাজারে ৬৩ ও হবিগঞ্জে ২২২ জনের ডেঙ্গু সনাক্ত হয়েছে।
চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সিলেট বিভাগে মারা গিয়েছেন ১ জন, ১০ অক্টোবর সুনামগঞ্জ সদর হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেছেন।