মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
advertisement
সিলেট বিভাগ

মঙ্গলবার আসছে দ্বীপের মরদেহ

মালয়েশিয়ায় মারা যাওয়া জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর দীপঙ্কর দাস দ্বীপের মরদেহ মঙ্গলবার আসছে, তবে সিলেট নগরীর বাসায় নয়। হবিগঞ্জ গ্রামের বাড়িতেই আজ মঙ্গলবার তার মরদেহ আসবে এবং শেষকৃত্য সম্পন্ন করা হবে। দ্বীপের পরিবার সূত্রে এসব তথ্য জানা গেছে।

সূত্র জানায়, মঙ্গলবার মালয়েশিয়া থেকে বিমানযোগে মরদেহ দেশে আসবে। এরপর ঢাকা থেকে হবিগঞ্জের পুটিজুরীতে নেওয়া হবে দ্বীপকে।

দ্বীপ পরিবারের সাথে নগরীর গোপালটিলা এলাকায় থাকতেন। গত মাসে উচ্চ শিকার জন্য তিনি মালয়েশিয়া যান। সেখানে হার্ট অ্যাটাক করে গত বুধবার ভোরে তিনি মারা যান।

সিলেটে দ্বীপের অনেক বন্ধু অনরাগী রয়েছেন। তারা শেষবারের মতো একনজর দেখতে চেয়েছিলেন দ্বীপকে। তবে ঝামলো এড়াতে মরদেহ সিলেটে না আনার সিদ্ধান্ত নিয়েছে পরিবার।

রোববার (১৬ নভেম্বর) রাতে ফেসবুকে এমনটি জানিয়েছেন দ্বীপের ছোট দিবাকর দাস ধ্রুব।

ফেসবুকে ধ্রুব লিখেন- ‘আমার ভাই দীপংকর দাশ দ্বীপ মঙ্গলবার দুপুরে আমাদের গ্রামের বাড়ি পুটিজুড়ী (মন্ডল কাপন), বাহুবল, হবিগঞ্জ এ পৌঁছবে। ভাই ফিরছে, কিন্তু আর জীবনের পথে নয়। চিরঘুমের নীরবতায়।’

দ্বীপের বন্ধুদের অনেকেও মঙ্গলবার তাকে শেষ বিদায় জানাতে পুটিজুরীতে যাবেন বলে জানা গেছে।

দ্বীপের স্বজনরা জানান, মঙ্গলবার (১১ নভেম্বর) মালয়েশিয়ার কুয়ালালামপুরে দিবাগত রাতে বুকে ব্যথা অনুভব করলে তাকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে বুধবার ভোর ৫ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান দ্বীপ।

দ্বীপ ফেসবুকে পারিবারিক বিভিন্ন ইস্যুতে হাস্যরসাত্মক কনটেন্ট তৈরি করতেন। তাতে দ্বীপের সাথে তার মাসহ পরিবারের অন্য সদস্যদেরও অংশ নিতে দেখা যেতো। হাস্যরসাত্মক এসব ভিডিও করে জনপ্রিয়তা পান তিনি।

এই সম্পর্কিত আরো