সুনামগঞ্জ জেলা বিএনপি নেতা আরিফুল ইসলাম জুয়েলের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে।
সোমবার (১৭ নভেম্বর) দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আরিফুল ইসলাম বগুলা রোসমত আলী রামসুন্দর স্কুল এন্ড কলেজ ও পেস্কারগাওঁ ইসলামিয়া দাখিল মাদ্রাসা সভাপতি হিসাবে দায়িত্ব পালন করে আসছেন।
এতে উল্লেখ করা হয়, ইতিপূর্বে দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী কার্যকলাপের অভিযোগে সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ-স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক আরিফুল ইসলাম জুয়েলকে দলীয় পদ থেকে বহিস্কার করা হয়েছিল। সম্প্রতি এক আবেদনের প্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত মোতাবেক তার বহিষ্কার আদেশ প্রত্যাহার করে তাকে স্বপদে পুনর্বহাল করা হলো।
এতে আরও উল্লেখ করা হয়, এখন থেকে দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলা মেনে দলকে শক্তিশালী ও গতিশীল করতে দল তার সক্রিয় ভূমিকা প্রত্যাশা রয়েছে। পাশাপাশি দলীয় গঠনতন্ত্র ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার ওপর গুরুত্ব আরোপ করা হয়।
এ সিদ্ধান্তের অনুলিপি পাঠানো হয়েছে-বিএনপির সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) আলহাজ্ব জি কে গউছ, সহ-সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দীন আহমেদ মিলন, সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী এবং সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির স্বাক্ষর-ক্ষমতাসম্পন্ন সদস্যদের বরাবরে। কেন্দ্র ঘোষিত এ সিদ্ধান্তকে সাংগঠনিক শক্তি বৃদ্ধির একটি ইতিবাচক উদ্যোগ বলে স্বাগত জানিয়েছেন দলের তৃণমূল নেতৃবৃন্দ।