মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
advertisement
সিলেট বিভাগ

সুনামগঞ্জ জেলা বিএনপি নেতা জুয়েলের বহিষ্কারাদেশ প্রত্যাহার

‎সুনামগঞ্জ জেলা বিএনপি নেতা আরিফুল ইসলাম জুয়েলের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে।

সোমবার (১৭ নভেম্বর) দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আরিফুল ইসলাম বগুলা রোসমত আলী রামসুন্দর স্কুল এন্ড কলেজ ও পেস্কারগাওঁ ইসলামিয়া দাখিল মাদ্রাসা সভাপতি হিসাবে দায়িত্ব পালন করে আসছেন।

‎এতে উল্লেখ করা হয়, ইতিপূর্বে দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী কার্যকলাপের অভিযোগে সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ-স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক আরিফুল ইসলাম জুয়েলকে দলীয় পদ থেকে বহিস্কার করা হয়েছিল। সম্প্রতি এক আবেদনের প্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত মোতাবেক তার বহিষ্কার আদেশ প্রত্যাহার করে তাকে স্বপদে পুনর্বহাল করা হলো।

‎এতে আরও উল্লেখ করা হয়, এখন থেকে দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলা মেনে দলকে শক্তিশালী ও গতিশীল করতে দল তার সক্রিয় ভূমিকা প্রত্যাশা রয়েছে। পাশাপাশি দলীয় গঠনতন্ত্র ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার ওপর গুরুত্ব আরোপ করা হয়।

‎এ সিদ্ধান্তের অনুলিপি পাঠানো হয়েছে-বিএনপির সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) আলহাজ্ব জি কে গউছ, সহ-সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দীন আহমেদ মিলন, সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী এবং সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির স্বাক্ষর-ক্ষমতাসম্পন্ন সদস্যদের বরাবরে। কেন্দ্র ঘোষিত এ সিদ্ধান্তকে সাংগঠনিক শক্তি বৃদ্ধির একটি ইতিবাচক উদ্যোগ বলে স্বাগত জানিয়েছেন দলের তৃণমূল নেতৃবৃন্দ।

এই সম্পর্কিত আরো