সিলেটের শাহপরান (রহ.) থানা পুলিশের পৃথক অভিযানে ১ লাখ ৭৮ হাজার ৫০০ টাকার অবৈধ ভারতীয় পেঁয়াজ ও একটি রেজিস্ট্রেশনবিহীন ডিআই পিকআপ জব্দ করা হয়েছে। এসময় ফাহিম আহমদ (২২) নামে এক যুবককে আটক করে পুলিশ।
রোবার(১৬ নভেম্বর) সকাল আনুমানিক ৬টা ৩৫ মিনিটে শাহপরান (রহ.) থানার অফিসার ইনচার্জের নির্দেশনায় শাহপরান (রহ.) মাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই (নিঃ) সৈয়দ ফখরুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ এ অভিযান পরিচালনা করেন।
অভিযানকারী দল খাদিম শাহপরান উপশহরের খ্রিষ্টান মিশনারী সংলগ্ন শাহী মার্কেটের সামনে পাকা রাস্তা থেকে রেজিস্ট্রেশনবিহীন একটি ডিআই পিকআপসহ ৪২ বস্তা ভারতীয় পেঁয়াজ জব্দ করে। আটক হওয়া যুবকের নাম ফাহিম আহমদ (২২), পিতা- সিরাজুল হক; তিনি সিলেটের গোয়াইনঘাট থানার হাজরাই বারহাল এলাকার বাসিন্দা।
জব্দকৃত মালামাল রেজিস্ট্রেশনবিহীন ডিআই পিকআপ ৪২ বস্তা অবৈধ ভারতীয় পেঁয়াজ মোট ওজন: ২,১০০ কেজি আনুমানিক মূল্য: ১,৭৮,৫০০ টাকা।
এ তথ্যটি নিশ্চিত করেন এসএমপির এডিসি মিডিয়া (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন।আটককৃতদেরকে পরবর্তীতে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।