সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫
সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
advertisement
সিলেট বিভাগ

শাকসু নির্বাচনের তফশিল ঘোষণা, ভোট গ্রহণ ১৭ ডিসেম্বর

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। তফসিল অনুযায়ী, আগামী ১৭ ডিসেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

সোমবার (১৬ নভেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের আইআইসিটি ভবনে এ তফসিল ঘোষণা করেন অধ্যাপক ড. আবুল মুকিত মোহাম্মদ মোকাদ্দেস।

তিনি জানান, আগামী ২৪ নভেম্বর থেকে মনোনয়নপত্র বিতরণ শুরু হবে। ২৬ নভেম্বর মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন নির্ধারণ করা হয়েছে। এছাড়াও আগামী ৩০ নভেম্বর মনোনয়ন প্রত্যাহার এবং ২ ডিসেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ হবে। ১৭ ডিসেম্বর সকাল নয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আরও জানায়, নির্বাচনে সিসিটিভি ক্যামেরাসহ সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হবে। শিক্ষার্থীদের উৎসবমুখর পরিবেশে নির্বাচনী কার্যক্রমে অংশ নিতে আহ্বান জানিয়েছে কমিশন। এদিকে, তফসিল প্রত্যাখ্যান করেছে শিক্ষার্থীদের একাংশ। ১০ ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায় তারা

এই সম্পর্কিত আরো