সিলেট-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী, দলীয় চেয়ারপার্সনের উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি মোহাম্মদ আব্দুল মালিকের সমর্থনে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১দফা বাস্তবায়নের লক্ষ্যে শনিবার (১৫ নভেম্বর) বিকেলে বালাগঞ্জ উপজেলার দেওয়ানবাজার ইউনিয়নের ৩নং ওয়ার্ড বিএনপি, যুবদল, ছাত্রদল ও সহযোগী সংগঠনের উদ্যোগে হুসেনপুর গ্রামের মো. কামরুল হাসান বাবলুর বাড়িতে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে সভাপতিত্ব করেন স্থানীয় ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. বাবরু মিয়া মেম্বার। অনুষ্ঠানটি পরিচালনা করেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আলম পিন্টু।
প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ আব্দুল মালিক বলেন, হুসেনপুর গ্রামসহ পুরো দেওয়ানবাজার ইউনিয়ন এবং সিলেট-৩ আসনের উন্নয়ন বঞ্চিত মানুষের জন্য কাজ করাই হবে আমার প্রতিশ্রুতি। স্থানীয়দের দাবির প্রেক্ষিতে আশ্বাস দিয়ে তিনি বলেন, নির্বাচিত হলে ফুলুয়া নদীর পাড় পর্যন্ত সড়কের উন্নয়ন এবং হুসেনপুর গ্রামের ফুলুয়া নদীর উপর ব্রিজ নির্মাণসহ সব ন্যায্য দাবি দ্রুত বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ।
তিনি আরও বলেন, রাষ্ট্র মেরামতের ৩১ দফার মাধ্যমে প্রশাসনিক সংস্কার, দুর্নীতি দমন, বিচার ব্যবস্থার স্বাধীনতা এবং জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠার নিশ্চয়তা তৈরি হবে।
উঠান বৈঠকে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন—সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল, সিলেট মহানগর বিএনপির সহসভাপতি ব্যারিস্টার রিয়াসাদ আজিম হক আদনান, বালাগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মুহাম্মদ গোলাম রব্বানী, সিলেট জেলা বিএনপির গণবিষয়ক সম্পাদক সাইদুল হক সোহেল, জেলা বিএনপির সদস্য ও দেওয়ানবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল আলম, সিলেট সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আজিজুর রহমান, বিএনপি নেতা আব্দুল হক সিরাজী, শেখ জামাল আহমেদ খলকু, আব্দুল জলিল, দেওয়ানবাজার ইউনিয়ন বিএনপির সভাপতি হাফিজ আব্দুল হাদী, সহসভাপতি মুহাম্মদ আলী, প্রবীণ মুরব্বি কুতুব উদ্দিন, যুবনেতা খায়রুল ইসলাম, জিসাস সিলেট জেলা শাখার যুগ্ম আহ্বায়ক ও ইউনিয়ন ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মো. কামরুল হাসান বাবলু, বালাগঞ্জ উপজেলা ছাত্রদল নেতা আব্দুল বাছিত প্রমুখ।
উঠান বৈঠকে স্বাগত বক্তব্য প্রদান করেন বালাগঞ্জ উপজেলা ছাত্রদল নেতা তোফায়েল আহমদ নোমান।
পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন মিজানুর রহমান মির্জা।
বৈঠকে হুসেনপুর গ্রামের বিএনপির নেতা প্রয়াত ফারুক মিয়া–এর আত্মার মাগফিরাত কামনা করা হয়।