মৌলভীবাজারের বড়লেখা পৌরসভা এলাকায় অভিযান চালিয়ে বরিশালের বাবুগঞ্জের সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রীকে উদ্ধার করেছে র্যাব। এ সময় জাহিদুল ইসলাম নামে এক যুবককে আটক করা হয়। তিনি ভোলা সদর উপজেলার বাগমারা গ্রামের আব্দুল খালেকের ছেলে। শুক্রবার (১৪ নভেম্বর) গভীর রাতে র্যাব-৯ (শ্রীমঙ্গল) ও র্যাব-৮ (বরিশাল) এর যৌথ দল এ অভিযান পরিচালনা করে।
র্যাব জানায়, বাবুগঞ্জ বালিকা বিদ্যালয়ের ওই ছাত্রীকে দীর্ঘদিন ধরে মোবাইল ফোনে শ্লীলতাহানির উদ্দেশে বিরক্ত ও প্রস্তাব দেওয়ার অভিযোগ ছিল। বিষয়টি জানার পর ভিকটিমের বাবা অভিযুক্তকে সতর্ক করলেও হয়রানি বন্ধ হয়নি।
গত ১০ সেপ্টেম্বর সকাল সাড়ে ৯টার দিকে স্কুলে যাওয়ার পথে বিদ্যালয়ের সামনে রাস্তা থেকে কয়েকজন সহযোগীর সহায়তায় ছাত্রীটিকে জোরপূর্বক একটি মাহেন্দ্র গাড়িতে তুলে নেওয়া হয় বলে পরিবারের অভিযোগ। পরে ভিকটিমের বাবা নারী ও শিশু নির্যাতন দমন আইনে বাবুগঞ্জ থানায় মামলা দায়ের করেন।
মামলার পর র্যাব ছায়া তদন্ত শুরু করে। গোপন তথ্যের ভিত্তিতে অবশেষে বড়লেখা পৌর এলাকায় অভিযান চালিয়ে কিশোরীকে উদ্ধার এবং সন্দেহভাজন জাহিদুল ইসলামকে আটক করা হয়।
র্যাব জানায়, আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।