মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার সদর ইউনিয়নে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির লক্ষ্যে অপরাধ প্রবণতা কমাতে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৪নভেম্বর) রাত ৮টায় সদর ইউনিয়নের জনতাবাজারে কুলাউড়া থানা পুলিশের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
কুলাউড়া সদর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রব কাজলের সভাপতিত্বে ও সাংবাদিক মাহফুজ শাকিলের পরিচালনায় বিট পুলিশিং সভায় প্রধান অতিথির বক্তব্য দেন কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক।
তিনি বলেন, পুলিশ জনগণের বন্ধু, এটা প্রমাণ করতে হবে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের সাথে সাধারণ মানুষের সার্বিক সহযোগিতার মধ্যে দিয়ে। আপনাদের এলাকার সংগঠিত অপরাধ নির্মুল করা, মানুষের নিরাপত্তা নিশ্চিতসহ সকল সমস্যা সর্ম্পকে জানার জন্য এই বিট পুলিশিংয়ের আয়োজন। এলাকার আইনশৃঙ্খলা রক্ষায় অপরাধ নির্মুলে সচেতন থেকে পুলিশকে দ্রুত তথ্য দিয়ে সহযোগিতা করে এগিয়ে আসতে হবে। তাহলেই এলাকায় অপরাধ প্রবণতা কমে যাবে। ইয়াবা, মাদক, চুরি-ডাকাতি, ইভটিজিং, কিশোর গ্যাং, নারী-নির্যাতন, মোবাইল আসক্তি, বাল্য বিয়েসহ বিভিন্ন সামাজিক ব্যাধি নির্মূলে পুলিশের পাশাপাশি ইউনিয়নের সকল নাগরিককে সচেতন থেকে পুলিশের সাথে ভ্রাতৃত্ব রেখে কাজ করতে হবে।
এলাকায় সুদের প্রবণতা বিষয়ে ওসি ওমর ফারুক বাজারের ব্যবসায়ীসহ সবাইকে সচেতন হওয়ার আহবান জানিয়ে বলেন, সুদ একটি সামাজিক ব্যাধি। যদি সুদের কারণে কোন ব্যক্তি বা গোষ্ঠী কাউকে হয়রানি করে তাহলে আমার শেষ কথা হচ্ছে, সুদ ব্যবসায়ীর ফাঁদে কেউ পা দিবেন না এবং নিজের আর্থিক ক্ষতি করবেন না। প্রয়োজনে আপনারা পুলিশের সহযোগিতা নিবেন। আসছে শীত মৌসুমে ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে ও এলাকায় রাত্রিকালীন পাহারা জোরদার করতে হবে। এতে পুলিশের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করা হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন কুলাউড়া উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সুফিয়ান আহমেদ, কুলাউড়া থানার এসআই এনামুল হক সাগর, সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মুকিত বুলবুল, ইউনিয়ন জামায়াতের সভাপতি গোলাম মোস্তফা, ইউপি সদস্য নাদিম মাহমুদ রাজু, বিএনপি নেতা আনকার হোসেসাংবাদিক মহিউদ্দিন রিপন, ইউনিয়ন যুবদলের সভাপতি মো. রাহেল মিয়া, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সাইফুর রহমান, জনতাবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আজির মিয়া প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন কুলাউড়া থানার এএসআই মানিক মিয়া, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাজমুল বারী সোহেল, সদর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আসুক মিয়া, আব্দুল মতলিব, ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি আব্দুর রহিম, ১ নং ওয়ার্ড জামায়াতের সভাপতি বাতির মিয়া, সাংবাদিক শাহ আলম শামীম, পূজা উদযাপন ফ্রন্ট সদর ইউনিয়ন শাখার আহবায়ক সঞ্জয় দেবনাথসহ এলাকার বিভিন্ন শ্রেণীপেশার লোকজন।
বিট পুলিশিং সভায় সার্বিক সহযোগিতা করেন কুলাউড়া সদর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রব কাজল।