রবিবার, ০৩ আগস্ট ২০২৫
রবিবার, ০৩ আগস্ট ২০২৫
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
সিলেটের প্রখ্যাত চিকিৎসক প্রফেসর ডা. মোহাম্মদ আফজল হোসেন আর বেঁচে নেই সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) কর্তৃক ০১ কোটি ১১ লক্ষ টাকার চোরাচালানী মালামাল আটক। লাউয়াছড়ায় চলন্ত ট্রেন থেকে পড়ে মহিলার মৃত্যু সুনামগঞ্জে জুলাইয়ের মায়েরা শীর্ষক অনুষ্ঠান দিরাইয়ে মৎস্যজীবী লীগ সভাপতি এহিয়া চৌধুরী গ্রেপ্তার বিশ্বনাথে পরিবেশের স্বার্থে পাবলিক টয়লেট স্থানান্তরের জন্য লিখিত আহ্বান প্রবাসীর সুনামগঞ্জে ইউএসএ বাংলার আগামীর বাংলাদেশ শীর্ষক আলোচনা সভা বিশ্বনাথে এসএসসি ও দাখিল কৃতি শিক্ষার্থীকে ছাত্র মজলিসের সংবর্ধনা কুলাউড়ার পৃথিমপাশা ইউনিয়ন বিএনপির সম্মেলন সম্পন্ন কুলাউড়ায় কৃতি শিক্ষার্থী সংবর্ধনা
advertisement
সিলেট বিভাগ

সিলেটে ছাত্রশিবিরের মিছিল : জুলাই হতাকাণ্ডে জড়িতদের বিচারের মুখোমুখি করতে হবে


দীর্ঘ ১৫ বছর পর সিলেটে বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্রশিবির। বুধবার (২৭ নভেম্বর) দুপুর ২টা ৪০ মিনিটে জুলাই গণহত্যার বিচারের দাবিতে জাতীয় ছাত্রসংহতি সপ্তাহ পালন উপলক্ষে এই কর্মসূচি পালন করে দলটি।

সিলেট মহানগর ছাত্রশিবিরের আয়োজনে নগরীর রেজিস্ট্রারি মাঠ থেকে মিছিলটি বের করা হয়। পরে বন্দরবাজার, জিন্দাবাজার ও চৌহাট্টা হয়ে আম্বরখানা পয়েন্টে গিয়ে সমাবেশে শেষ হয়। 

সিলেট মহানগর ছাত্রশিবিরের সেক্রেটারি শাহীন আহমদের সঞ্চালনায় ও সভাপতি শরীফ মাহমুদের সভাপতিত্বে মিছিল পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক আব্দুর রহিম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্কুল কার্যক্রম সম্পাদক সিদ্দিক আহমদ, শাবিপ্রবি শাখার সভাপতি তারেক মনওয়ার।

সমাবেশে বক্তারা বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনার দোসররা এখনো দেশে চক্রান্ত চালিয়ে যাচ্ছেন। তারা মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছেন। তাদের ইন্ধনে ইসকনের হাতে একজন আইনজীবীকে প্রাণ দিতে হয়েছে। এভাবে আর একটা ঘটনা ঘটতে দেওয়া হবে না। যেকোনো মূল্যে তা প্রতিহত করা হবে।

তারা আরও বলেন, অবিলম্বে জুলাই হতাকাণ্ডে জড়িতদের বিচারের মুখোমুখি করতে হবে। তাদের প্রত্যেককে ফাঁসির দড়িতে ঝোলাতে হবে। তা নাহলে শহীদদের আত্মা শান্তি পাবে না।


এদিকে, দীর্ঘদিন পর শিবিরের শোডাউনে নগরতে দীর্ঘ যানজট দেখা দেয়। বিশাল মিছিলের কারণে বন্দরবাজার থেকে আম্বরখানা পর্যন্ত প্রতিটি সড়কে যানজট সৃষ্টি হয়। বিশেষ করে আম্বরখানা পয়েন্টে সংক্ষিপ্ত সমাবেশ করায় পয়েন্টের চারদিকের সড়কে দীর্ঘ যানজট দেখা দেয়। এতে আটকা পড়ে শত শত গাড়ি। পরে সমাবেশ শেষ হলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

এই সম্পর্কিত আরো

সিলেটের প্রখ্যাত চিকিৎসক প্রফেসর ডা. মোহাম্মদ আফজল হোসেন আর বেঁচে নেই

সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) কর্তৃক ০১ কোটি ১১ লক্ষ টাকার চোরাচালানী মালামাল আটক।

লাউয়াছড়ায় চলন্ত ট্রেন থেকে পড়ে মহিলার মৃত্যু

সুনামগঞ্জে জুলাইয়ের মায়েরা শীর্ষক অনুষ্ঠান

দিরাইয়ে মৎস্যজীবী লীগ সভাপতি এহিয়া চৌধুরী গ্রেপ্তার

বিশ্বনাথে পরিবেশের স্বার্থে পাবলিক টয়লেট স্থানান্তরের জন্য লিখিত আহ্বান প্রবাসীর

সুনামগঞ্জে ইউএসএ বাংলার আগামীর বাংলাদেশ শীর্ষক আলোচনা সভা

বিশ্বনাথে এসএসসি ও দাখিল কৃতি শিক্ষার্থীকে ছাত্র মজলিসের সংবর্ধনা

কুলাউড়ার পৃথিমপাশা ইউনিয়ন বিএনপির সম্মেলন সম্পন্ন

কুলাউড়ায় কৃতি শিক্ষার্থী সংবর্ধনা