শনিবার, ১৫ নভেম্বর ২০২৫
শনিবার, ১৫ নভেম্বর ২০২৫
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
advertisement
সিলেট বিভাগ

দিরাইয়ে দুপক্ষের সংঘর্ষে নারীসহ আহত ১৪ আটক ৯

সুনামগঞ্জের দিরাইয়ে জমিসংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ অন্তত ১৪ জন আহত হয়েছেন।

শুক্রবার বিকেল ৪টার দিকে উপজেলার রফিনগর গ্রামে আলী রব ও স্থানীয় ইউপি সদস্য মামুন মিয়ার অনুসারীদের মধ্যে এ সংঘর্ষের ঘটনাটি ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে জমির দখল নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল। বিকেলে তর্কাতর্কির একপর্যায়ে উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে মুখোমুখি হলে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এতে অন্তত ১৪ জন আহত হন।

গুরুতর আহতদের মধ্যে মোখলেসুর রহমান (৩৫), মোজাহিদ মিয়া (৩০), আব্দুল হেকিম (৪৫), তাজ নুর (৩৫), মোজাহেদ মিয়া (৫০), মহসিন মিয়া (২২) ও হীরা মনি (৬০) কে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ছাড়া তৈয়ব নুর (৩৫), এরশাদ নুর (২৫), আব্দুল জলিল (৬৫), তানভির (২২), হাম্মাদ (২৫) কে দিরাই সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দিরাই সরকারি হাসপাতালের মেডিকেল অফিসার প্রশান্ত দাস বলেন, আহতদের বেশ কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় দ্রুত সিলেটে রেফার করা হয়েছে।

সংঘর্ষের খবর পেয়ে দিরাই থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ৯ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। পরিস্থিতি এখন শান্ত রয়েছে। অভিযোগের ভিত্তিতে তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এই সম্পর্কিত আরো