হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলায় পুকুরের পানিতে ডুবে সূর্য বিশ্বাস (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৪ নভেম্বর) রাতে এ বিষয়টি নিশ্চিত করেন মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদ উল্যা।
এর আগে দুপুরে উপজেলার ধর্মঘর ইউনিয়নের হাঁপানিয়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহত সূর্য ওই গ্রামের জুটন বিশ্বাসের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরের দিকে বাড়ির পাশে খেলতে খেলতে সবার অগোচরে পুকুরে পড়ে যায় শিশু সূর্য। পরে খোঁজাখুঁজির একপর্যায়ে তাকে পুকুর থেকে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়। এরপর তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।