বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫
বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
সিলেট সীমান্তে ১ কোটি ৩১ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ বিচার প্রক্রিয়াকে যারা রুখতে চাইবে তারাই গণতন্ত্রের শত্রু : অ্যাডভোকেট জামান বাসায় ঢুকে বিচারকের ছেলেকে ছুরিকাঘাতে হত্যা জুলাই সনদ বাস্তবায়ন আদেশে স্বাক্ষর করেছেন রাষ্ট্রপতি এয়ারপোর্ট থানা পুলিশের অভিযানে মদসহ পাঁচ মাদক কারবারি আটক জামালগঞ্জে ঐতিহ্যবাহী দশ হাজার লোকের মেজবান অনুষ্ঠিত সুনামগঞ্জে কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ: র‌্যাবের জালে ৬ প্রতারক বিএনপি জনগণের দল, এ দলের শক্তি মানুষের ভালোবাসা : শওকতুল ইসলাম সুনামগঞ্জে চণ্ডিডহর সেতু নির্মাণের দাবিতে স্মারকলিপি প্রদান বিয়ানীবাজারে এইচএসসি পরীক্ষার ফলাফল পর্যালোচনা ও শিক্ষার মানোন্নয়নে মতবিনিময়
advertisement
সিলেট বিভাগ

বিচার প্রক্রিয়াকে যারা রুখতে চাইবে তারাই গণতন্ত্রের শত্রু : অ্যাডভোকেট জামান

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ-স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক এবং সিলেট-৪ আসনে দলের মনোনয়নপ্রত্যাশী অ্যাডভোকেট সামসুজ্জামান জামান বলেছেন, গণতান্ত্রিক প্রক্রিয়াকে সফল করতে হলে নির্বাচনের কোনো বিকল্প নেই। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি কোনো অপশক্তি চ্যালেঞ্জ ছুড়লে, তাদের উৎখাত করা হবে।


বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বেলা সাড়ে ৩টায় টিলাগড়ে কথিত ‘লকডাউনে’ নাশকতা সৃষ্টির চেষ্টার প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ মিছিল শেষে এক সমাবেশে তিনি এসব কথা বলেন। কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের কথিত লকডাউনকে তিনি এই অপচেষ্টার অংশ হিসেবে উল্লেখ করেন।


অ্যাডভোকেট জামান বলেন, জুলাই-আগস্ট আন্দোলনের ফলে বাংলাদেশ ফ্যাসিবাদ থেকে মুক্ত হয়েছে। এরপরে সকল রাজনৈতিক দলের ঐকমত্যে নির্বাচনের তারিখ ঘোষিত হয়েছে। কিন্তু নির্বাচন যখনই সামনে আসছে, তখনই দেখা যাচ্ছে পতিত স্বৈরাচার এবং এ দেশের মধ্যে ঘাপটি মেরে থাকা সাম্রাজ্যবাদের দোসররা বিভিন্ন জায়গায় নাশকতা করার অপচেষ্টা করছে। তিনি দ্ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা করেন, যদি কোনো অপশক্তি আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়, আমরা বিনা নোটিশে তাদেরকে উৎখাত করে দেবো।


তিনি নিজেকে এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সৈনিকদের ‘প্রতিরক্ষার প্রথম প্রহরী’ উল্লেখ করে বলেন, যদি কেউ আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি হুমকি হয়ে দাঁড়ায়, আমরা তাদের প্রতি কোনো ধরনের দয়া দেখাবো না।


দেশের অর্থনৈতিক অবস্থার কথা উল্লেখ করে জামান বলেন, আমরা চাই বাংলাদেশ তার নিজের পায়ে দাঁড়াক। একটি ভগ্নপ্রায় অর্থনীতি এবং পতিত স্বৈরশাসক বাংলাদেশকে তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছে। আজকে বাংলাদেশ তিল তিল করে গড়ে উঠছে। কিন্তু দুঃখের সাথে লক্ষ্য করছি, বিভিন্ন রাজনৈতিক দল তথাকথিত ইস্যু দাঁড় করিয়ে বাংলাদেশের গণতন্ত্র ও সার্বভৌমত্বকে নস্যাৎ করার চেষ্টা করছে।


তিনি অবিলম্বে ঘোষিত তারিখে (ফেব্রুয়ারিতে) নির্বাচন সম্পন্ন করার দাবি জানিয়ে বলেন, আমরা চাই এই পতিত স্বৈরশাসন, যারা গুম খুন হত্যার সাথে জড়িত, বাংলাদেশের লক্ষ কোটি টাকা সম্পদ যারা বিদেশে পাচার করেছে, তাদের বিচার যেন বাংলার মাটিতে হয়। এই বিচার প্রক্রিয়াকে যারা রুখতে চাইবে তারাই গণতন্ত্রের শত্রু, তারাই মানুষের শত্রু।


অ্যাডভোকেট জামান জাতীয়তাবাদী ও ইসলামী মূল্যবোধের ধারক হিসেবে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী উল্লেখ করে সকলকে জাগ্রত হওয়ার আহ্বান জানান। তিনি সতর্ক করে বলেন, নির্বাচন আসবে, নির্বাচন যাবে, এটাই গণতন্ত্রের নিয়ম, এটাকে ভণ্ডুল করার চেষ্টা করবেন না। আর যদি কোনো অপশক্তি বাংলাদেশে মনে করে যে নাশকতা করে, দুই চারটা বাসে আগুন দিয়ে এবং ককটেল ফুটিয়ে মানুষের মনে ভয় সঞ্চার করবে, সেই দিন চলে গেছে। এই প্রজন্ম এইসব ভয়কে জয় করে ফেলেছে।


তিনি আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, আপনারা সোজা হয়ে যান, আপনারা এখনো আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে যান। আমরা আইনের প্রক্রিয়ায় বিশ্বাস করি। যদি আপনারা অন্য পথে হাঁটেন, তাহলে গত সতেরো বছর এই দেশের মানুষ, এই দেশের যুবক ছাত্র জনতা নিজেকে গড়ে তুলেছে। দু’ চারটা পটকা ফুটিয়ে, দু’ চার জায়গায় আগুন দিয়ে মানুষের মনে ভীতি সঞ্চার করতে পারবেন না। তিনি জনগণকে কুচক্রী মহলকে ধরে আইনের হাতে সোপর্দ করার আহ্বান জানান।


এর আগে সমাবেশের আগে টিলাগড় এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে টিলাগড় থেকে একটি মোটরসাইকেল শোডাউনও সিলেট নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সিলেট নগরীর মিরাবাজারে এসে শেষ হয়।


এসময় উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপি নেতা নাছির উদ্দিন, রুজেল আহমদ চৌধুরী, জেলা স্বেচ্ছাসেবকদল নেতা আলহাজ আবুল কালাম,  দিপক রায়, সিলেট জেলা তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক মো. ইসলাম আলী, বিএনপি নেতা সিদ্দেক আলী, অর্পণ ঘোষ, স্বেচ্ছাসেবকদল নেতা সাজ্জাদুর রহমান সাজু, দেওয়ান কামরান, শহিদ ওয়াসিম ব্রিগেড’ কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক মইদুল ইসলাম, সিলেট জেলা যুবদলের সহসাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট নিজাম উদ্দিন, স্বেচ্ছাসেবকদল নেতা জামাল আহমদ ও রুবেল আহমদ, বিএনপি নেতা বদরুল আজাদ রানা, সাহেদুর রহমান পিন্টু, স্বেচ্ছাসেবক দল নেতা মুহিবুর রহমান, যুবদল নেতা এমাদ উদ্দিন এনাম, স্বেচ্ছাসেবকদল নেতা শাইস্তাউর রহমান সানি, মিলাদ আহমদ, শহিদ ওয়াসিম ব্রিগেড সিলেট’র সভাপতি আবু ইয়ামিন চৌধুরী, সহসভাপতি রনি আহমদ, মিজানুর রহমান মিজান, সাধারণ সম্পাদক জাকির হোসেন উজ্জ্বল, সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিন টিপু, সিলেট জেলা ছাত্রদলের সহসাংস্কৃতিক সম্পাদক হিলাল উদ্দিন শিপু, শহিদ ওয়াসিম ব্রিগেড সিলেট’র কোষাধ্যক্ষ সৈয়দ সজিব, প্রচার ও দপ্তর সম্পাদক আছনাত উদ্দিন জাহিন, জহির উদ্দিন, ফয়ছল আহমদ, ফারুক আহমদ, ওলি, মাহবুব প্রমুখ।


এদিকে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ-স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক এবং সিলেট-৪ আসনে দলের মনোনয়নপ্রত্যাশী অ্যাডভোকেট সামসুজ্জামান জামানের নেতৃত্বে ১৩ নভেম্বর দিবাগত রাত ১২ থেকে ভোর ৩টা পর্যন্ত কথিত ‘লকডাউনে’ নাশকতা সৃষ্টির চেষ্টার প্রতিবাদে সিলেট নগরীর মেজরটিলা, টিলাগড়, শিবগঞ্জ, মিরাবাজার, জেলরোড, জিন্দাবাজার, বন্দর বাজারসহ বিভিন্ন এলাকায় মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত হয়। পরে তাঁর অনুসারীরা বিভিন্ন পাড়া ও মহল্লায় অবস্থান নেন।

এই সম্পর্কিত আরো

সিলেট সীমান্তে ১ কোটি ৩১ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ

বিচার প্রক্রিয়াকে যারা রুখতে চাইবে তারাই গণতন্ত্রের শত্রু : অ্যাডভোকেট জামান

বাসায় ঢুকে বিচারকের ছেলেকে ছুরিকাঘাতে হত্যা

জুলাই সনদ বাস্তবায়ন আদেশে স্বাক্ষর করেছেন রাষ্ট্রপতি

এয়ারপোর্ট থানা পুলিশের অভিযানে মদসহ পাঁচ মাদক কারবারি আটক

জামালগঞ্জে ঐতিহ্যবাহী দশ হাজার লোকের মেজবান অনুষ্ঠিত

সুনামগঞ্জে কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ: র‌্যাবের জালে ৬ প্রতারক

বিএনপি জনগণের দল, এ দলের শক্তি মানুষের ভালোবাসা : শওকতুল ইসলাম

সুনামগঞ্জে চণ্ডিডহর সেতু নির্মাণের দাবিতে স্মারকলিপি প্রদান

বিয়ানীবাজারে এইচএসসি পরীক্ষার ফলাফল পর্যালোচনা ও শিক্ষার মানোন্নয়নে মতবিনিময়