বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫
বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
বিচার প্রক্রিয়াকে যারা রুখতে চাইবে তারাই গণতন্ত্রের শত্রু : অ্যাডভোকেট জামান বাসায় ঢুকে বিচারকের ছেলেকে ছুরিকাঘাতে হত্যা জুলাই সনদ বাস্তবায়ন আদেশে স্বাক্ষর করেছেন রাষ্ট্রপতি এয়ারপোর্ট থানা পুলিশের অভিযানে মদসহ পাঁচ মাদক কারবারি আটক জামালগঞ্জে ঐতিহ্যবাহী দশ হাজার লোকের মেজবান অনুষ্ঠিত সুনামগঞ্জে কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ: র‌্যাবের জালে ৬ প্রতারক বিএনপি জনগণের দল, এ দলের শক্তি মানুষের ভালোবাসা : শওকতুল ইসলাম সুনামগঞ্জে চণ্ডিডহর সেতু নির্মাণের দাবিতে স্মারকলিপি প্রদান বিয়ানীবাজারে এইচএসসি পরীক্ষার ফলাফল পর্যালোচনা ও শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় প্রবীণ আলেম শায়খুল হাদিস মাহমুদুল হাছান আর নেই
advertisement
সিলেট বিভাগ

বিয়ানীবাজারে এইচএসসি পরীক্ষার ফলাফল পর্যালোচনা ও শিক্ষার মানোন্নয়নে মতবিনিময়

বিয়ানীবাজার সরকারি কলেজে এইচএসসি পরীক্ষার ফলাফল পর্যালোচনা ও শিক্ষার মানোন্নয়নে ভবিষ্যৎ করণীয় বিষয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে কলেজ মিলনায়তনে সিলেট শিক্ষা বোর্ডের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়। 

কলেজের অধ্যক্ষ প্রফেসর সাব্বীর আহমদের সভাপতিত্বে ও সহকারী অধ্যাপক শামীম মিয়ার পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন সিলেট শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর আনোয়ার হোসেন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো. তারিকুল ইসলাম, বোর্ডের কলেজ পরিদর্শক প্রফেসর ড. সৈয়দ মোয়াজ্জেম হোসেন, বিয়ানীবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মুস্তফা মুন্না ও কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক মো. আব্দুর রহিম। 

সভায় অংশ নেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা। তাঁদের মধ্যে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ মো. মুজিবুর রহমান, বৈরাগীবাজার ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আবুল হাসানাত, সৈয়দ নবীব আলী কলেজের অধ্যক্ষ মো. দেলোয়ার হোসেন, দুবাগ স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সফিউল করিম এবং কুড়ারবাজার কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গোলাম সরোয়ার। 

এছাড়া বিয়ানীবাজার প্রেস ক্লাবের সভাপতি আহমেদ ফয়সাল, সহ-সভাপতি আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক তোফায়েল আহমদ, কোষাধ্যক্ষ শহিদুল ইসলাম সাজু, দপ্তর সম্পাদক আহমদ রেজা চৌধুরীসহ অনুষ্ঠানে সুশীল সমাজের নেতৃবৃন্দ, সাংবাদিক ও অভিভাবকসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন। 

সভায় বক্তারা বলেন, শিক্ষার্থীদের নৈতিক, মানবিক ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে শিক্ষকদের আন্তরিকতা, অভিভাবকদের তদারকি ও প্রশাসনের সমন্বিত ভূমিকা প্রয়োজন।

সভায় সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষকবৃন্দ ও অভিভাবকরা তাঁদের মতামত প্রদান করেন। তারা কলেজের শিক্ষার পরিবেশ আরও উন্নত করার পাশাপাশি নিয়মিত শিক্ষার্থী উপস্থিতি ও সহশিক্ষা কার্যক্রম জোরদারের আহ্বান জানান।

সভা শেষে অতিথি ও শিক্ষকবৃন্দ মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

এই সম্পর্কিত আরো

বিচার প্রক্রিয়াকে যারা রুখতে চাইবে তারাই গণতন্ত্রের শত্রু : অ্যাডভোকেট জামান

বাসায় ঢুকে বিচারকের ছেলেকে ছুরিকাঘাতে হত্যা

জুলাই সনদ বাস্তবায়ন আদেশে স্বাক্ষর করেছেন রাষ্ট্রপতি

এয়ারপোর্ট থানা পুলিশের অভিযানে মদসহ পাঁচ মাদক কারবারি আটক

জামালগঞ্জে ঐতিহ্যবাহী দশ হাজার লোকের মেজবান অনুষ্ঠিত

সুনামগঞ্জে কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ: র‌্যাবের জালে ৬ প্রতারক

বিএনপি জনগণের দল, এ দলের শক্তি মানুষের ভালোবাসা : শওকতুল ইসলাম

সুনামগঞ্জে চণ্ডিডহর সেতু নির্মাণের দাবিতে স্মারকলিপি প্রদান

বিয়ানীবাজারে এইচএসসি পরীক্ষার ফলাফল পর্যালোচনা ও শিক্ষার মানোন্নয়নে মতবিনিময়

প্রবীণ আলেম শায়খুল হাদিস মাহমুদুল হাছান আর নেই