রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫
রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
চেয়ারম্যান নাজমুলের ভাই সমাজসেবী আকদ্দছ আর নেই : দাফন সম্পন্ন এনসিপিকে যে কয়টি আসন ছেড়ে দিল জামায়াত কুলাউড়ার জয়চন্ডীতে অবৈধভাবে বালু-মাটি উত্তোলনে অর্ধলক্ষ টাকা জরিমানা গোয়াইনঘাটে পরিত্যক্ত অবস্থায় অবিস্ফোরিত মর্টার শেল উদ্ধার হবিগঞ্জ-২: নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন, জামায়াত প্রার্থী আযমীকে শোকজ প্রয়োজনে পদত্যাগ, তবুও সমর্থকদের নিরাশ করবেন না: ‘চাকসু’ মামুন কোম্পানীগঞ্জে ‘ডেভিল হান্ট’ অভিযানে পাথর কান্ডে বরখাস্তকৃত জীবন মেম্বার গ্রেপ্তার নতুন পাঠ্যবই থেকে বাদ ‘বঙ্গবন্ধু’, যুক্ত শেখ মুজিবুর রহমান অটোরিকশা চালক শিপন হত্যার রহস্য উদ্ঘাটন: ঘাতক টিপুর স্বীকারোক্তি শেষ মুহূর্তে যেসব আসনে প্রার্থী পাল্টাল বিএনপি
advertisement
সিলেট বিভাগ

সিলেটে প্রতিপক্ষের হামলায় কিশোর গ্যাং সদস্যের মৃত্যু

অবশেষে মারা গেছে সিলেটের কিশোর গ্যাং সদস্য মো. ফাহিম (২৩)। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আহত হয়েছিল সে।

বুধবার (১২ নভেম্বর) সকালে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় ফাহিম। গত সোমবার রাতে সিলেট নগরীর বালুচর এলাকায় প্রতিপক্ষ গ্যাংয়ের সদস্যদের হামলায় গুরুতর আহত হন ফাহিম। তিনি সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার কান্দিগাঁও গ্রামের বাসিন্দা। পরিবারসহ তিনি নগরের বালুচর এলাকার ছাড়ারপাড়ে ভাড়া থাকতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত ফাহিমের বড় ভাই মো. মামুন আহমেদ (২৫) ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। এলাকায় ‘বুলেট মামুন গ্রুপ’ নামে একটি কিশোর গ্যাংয়ের নেতৃত্ব দিতেন তিনি। গত ১০ অক্টোবর মামুনকে দুই সহযোগীসহ গ্রেপ্তার করে পুলিশ। তাঁর বিরুদ্ধে হত্যা, হত্যাচেষ্টা ও বিস্ফোরক দ্রব্য আইনে ১১টি মামলা রয়েছে।

মামুন কারাগারে যাওয়ার পর গ্যাংটির নেতৃত্ব নেন ছোট ভাই ফাহিম। এতে এলাকার আরেকটি গ্যাংয়ের সঙ্গে তার বিরোধ দেখা দেয়। সোমবার রাতে বালুচরে প্রতিপক্ষের সদস্যরা তাকে একা পেয়ে ধারালো অস্ত্র দিয়ে মাথা ও হাতে কোপ দেয়। পরে স্থানীয়রা উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, অবস্থার অবনতি হলে ১০ নভেম্বর রাতে ফাহিমকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়। কিছুটা উন্নতি হলে মঙ্গলবার রাতে তাঁকে সিলেটে ফের আনা হচ্ছিল। তবে পথে অবস্থার অবনতি হলে বুধবার ভোরে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন বলেন, ‘আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই এ হামলার ঘটনা ঘটেছে। ফাহিমের মৃত্যুতে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।’

তিনি আরও জানান, ফাহিমের মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এই সম্পর্কিত আরো

চেয়ারম্যান নাজমুলের ভাই সমাজসেবী আকদ্দছ আর নেই : দাফন সম্পন্ন

এনসিপিকে যে কয়টি আসন ছেড়ে দিল জামায়াত

কুলাউড়ার জয়চন্ডীতে অবৈধভাবে বালু-মাটি উত্তোলনে অর্ধলক্ষ টাকা জরিমানা

গোয়াইনঘাটে পরিত্যক্ত অবস্থায় অবিস্ফোরিত মর্টার শেল উদ্ধার

হবিগঞ্জ-২: নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন, জামায়াত প্রার্থী আযমীকে শোকজ

প্রয়োজনে পদত্যাগ, তবুও সমর্থকদের নিরাশ করবেন না: ‘চাকসু’ মামুন

কোম্পানীগঞ্জে ‘ডেভিল হান্ট’ অভিযানে পাথর কান্ডে বরখাস্তকৃত জীবন মেম্বার গ্রেপ্তার

নতুন পাঠ্যবই থেকে বাদ ‘বঙ্গবন্ধু’, যুক্ত শেখ মুজিবুর রহমান

অটোরিকশা চালক শিপন হত্যার রহস্য উদ্ঘাটন: ঘাতক টিপুর স্বীকারোক্তি

শেষ মুহূর্তে যেসব আসনে প্রার্থী পাল্টাল বিএনপি