সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ও দলের ঢাকা (উত্তর) এর আমীর মোহাম্মদ সেলিম উদ্দিন বলেছেন, বিগত দিনে যারা ক্ষমতায় ছিল তারা মানুষের উপর জুলুম-নির্যাতন করেছে। গুম-খুন করেছে। টেন্ডারবাজি করেছে। ঘুষের সর্গরাজ্য কায়েম করেছিল। এখন সময় এসেছে এই অপকর্মে গুলো নির্মূল করার। বৈষম্যহীন সমাজ গঠন করতে আগামী নির্বাচনে জামায়াতে ইসলামীর দাড়িপাল্লা মার্কায় ভোট দিতে হবে।
তিনি বলেন, একটি দল ফ্যাসিস্টের সূরে কথা বলছে। আগামী নির্বাচনে তাদেরকে বয়কট করতে হবে। বিশৃঙ্খলা সৃষ্টিকারী কোন দলকে ভোট দিবেননা। কারণ তারা জয়লাভ করলে ফ্যাসিস্টের পূর্ণবাসন হয়ে যাবে। দেশে খুন রাহাজানি চাদাবাজি এবং ছিনতাইসহ সব অপকর্মে বেড়ে যাবে।
তিনি বুধবার রাতে উপজেলার পৌরসভার ৫নং ওয়ার্ডের সর্বস্তরের নাগরিকদের সাথে আয়োজিত নির্বাচনী মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
দলের পৌরসভার ৫নং ওয়ার্ড এই সভার আয়োজন করে।
দাড়িপাতন সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন প্রবীন মুরব্বি মনির উদ্দিন।
জামায়াতে ইসলামীর যুব শাখার পৌর সভাপতি আবু জসওয়াদ পরিচালনায় এতে বক্তব্য রাখেন- সাবেক উপজেলা চেয়ারম্যান হাফিজ নজমুল ইসলাম, জামায়াতে ইসলামীর পৌর শাখার ভারপ্রাপ্ত আমীর রেহান উদ্দিন রায়হান, উপজেলা শাখার কর্মপরিষদ সদস্য রাসেল আহমদ ও ৫নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর সভাপতি সেলিম আহমদ প্রমূখ।