বিশ্বনাথ ও ওসমানীনগর উপজেলা নিয়ে গঠিত সিলেট-২ আসন। ২০২৬ সালের ফেব্রুয়ারী মাসে ক্রয়োদশ নির্বাচনের তারিখ ঘোষনার পর থেকে ওই আসনে বিভিন্ন রাজনৈতিক দলের মনোনীত প্রার্থীরা শুরু করেছেন নির্বাচনী কাজ। প্রার্থীরা ভোটারের দ্বারে দ্বারে গিয়ে চাইছেন ভোট। নির্বাচনী এলাকার অনেক জায়গায় উঠান বৈঠকসহ সামাজিক অনুষ্ঠানে ব্যস্থ সময় অতিবাহিত করছেন প্রার্থীরা।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্ঠা, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক, ‘নিখোঁজ’ বিএনপি নেতা এম. ইলিয়াস আলীর সহধর্মীনি তাহসিনা রুশদীর ওপর আস্থা রেখেছে বিএনপি। ইলিয়াস আলীর অবর্তমানে তাহসিনা রুশদীর হাত ধরে আগামী নির্বাচনে আসনটি পুনরুদ্ধার করতে চায় বিএনপি। বিএনপির প্রার্থী হিসেবে ১৯৯৬ সালে প্রথমবার এবং সর্বশেষ ২০০১ সালে বিএনপির প্রার্থী হিসেবে এম. ইলিয়াস আলী ওই আসনে জয়ী হয়েছিলেন।
স্থানীয় নেতাকর্মীরা বলছেন, ‘নিখোঁজ’ বিএনপি নেতা এম. ইলিয়াস আলীর সাজানো আসনে তাহসিনা রুশদীর বিজয়ী হবেন ইনশাআল্লাহ। তাহসিনা রুশদীর ওপর আস্থা রাখায় দলের নেতাকর্মী থেকে শুরু করে সাধারণ মানুষও বেশ আনন্দিত।’
জামায়াতে ইসলামী দলের কেন্দ্রীয় মজলিসে সূরা সদস্য ও সিলেট জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক আব্দুল হান্নানকে এখানে প্রার্থী করেছে। তিনি বর্তমানে মাঠে বেশ সরব। নিয়মিত দলের কর্মসূচির পাশাপাশি মানুষের কাছে ছুটছেন ভোটের পাল্লা ভারী করার জন্য। এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মাওলানা আমির উদ্দিনসহ অন্যান্য কয়েকটি দলও মাঠে রয়েছেন।