বুধবার, ১২ নভেম্বর ২০২৫
বুধবার, ১২ নভেম্বর ২০২৫
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
advertisement
সিলেট বিভাগ

সাব্কে মেয়র কামরানের বাসায় পুলিশের অভিযান, আটক ১

সিলেটে সাবেক মেয়র বদর উদ্দিন আহমেদ কামরানের বাসায় অভিযান চালিয়ে এক স্কুল শিক্ষার্কেকে আটক করেছে পুলিশ। আটক আকরাম আহমদ নগরীর খাজাঞ্জিবাড়ি ইন্টারন্যাশনাল বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী ও সিলেট মহানগর আওয়ামী লীগ নেতা এনাম আহমদের ছেলে।

সোমবার মধ্যরাতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পুলিশ বলছে, সোমবার রাতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলে অংশগ্রহণ করায় আকরামকে করা হয়েছে।

সোমবার দিবাগত গভীর রাতে নগরীর ছড়ারপাড় এলাকা থেকে তাকে আটক করা হয় বলে জানায় পুলিশ।

এরআগে সোমবার রাত আটটার দিকে সিলেট-ঢাকা মহাসড়কের দক্ষিণ সুরমা উপজেলার লালাবাজার এলাকায় এই মশালমিছিল করে ছাত্রলীগ।

আটকের বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) সাইফুল ইসলাম। তিনি বলেন, আকরাম আহমদ নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিলে অংশ নিয়েছিলেন। ওই অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে।

প্রসঙ্গত, সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি বদরউদ্দিন আহমদ কামরান ২০২০ সালে প্রয়াত হন। তার ছেলে শিপলু মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে রয়েছেন। গত বছরের ৫ আগস্টের পর থেকে তিনি দেশের বাইরে অবস্থান করছেন।

এই সম্পর্কিত আরো