সিলেট-৪ আসনের বিএনপির মনোনয়নপ্রত্যাশী এবং বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ-স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সামসুজ্জামান জামান ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করার হুঁশিয়ারি দিয়েছেন।
মঙ্গলবার (১১ নভেম্বর) কোম্পানীগঞ্জ উপজেলার টুকেবাজার এলাকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফার প্রচারপত্র বিলি করার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
অ্যাডভোকেট জামান বলেন, আমরা সামনে নির্বাচনের দিকে ধাবিত হচ্ছি। নির্বাচন নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। আমরা কোম্পানীগঞ্জের মাটি থেকে স্পষ্ট কণ্ঠে উচ্চারণ করতে চাই, শত শহীদের রক্তের বিনিময়ে, জুলাই আন্দোলনের বিনিময়ে মানুষ যে গণতন্ত্র চেয়েছে, সেই গণতন্ত্রের পথে যদি কেউ বাধা-বিঘ্ন সৃষ্টি করে আমরা তাদেরকে সমূলে উৎপাটন করে ছাড়বো। নির্বাচনকে যদি কেউ প্রতিহত করতে চায়, বিঘ্নিত করতে চায়, আমরা এদেশের মানুষ তা মেনে নেবো না।
তিনি আরও বলেন, একটি সঠিক, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যেই ক্ষমতায় আসবে, আমরা তাকে স্বাগত জানাবো। আর যদি কোনো আধিপত্যবাদ, কোনো সংজ্ঞা, কোনো এক্সট্রা কোনো কিছু আমাদের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা চলে আমরা এদেশের আপামর জনগণকে নিয়ে সেটি প্রতিহত করবো।
জামান হুঁশিয়ারি দিয়ে বলেন, যে ষড়যন্ত্র করবে দেশের বিরুদ্ধে, রাষ্ট্রের স্বাধীনতার বিরুদ্ধে, বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে, তারেক রহমানের বিরুদ্ধে, মনে রাখবেন আমরা যারা আছি আমরা কোনো নির্দেশের পরোয়া করব না। মনে রাখতে হবে পতিত স্বৈরাচার এদেশের বিভিন্ন এজেন্টের সাথে মিলে, তাদের বিদেশী শক্তির সাথে মিলে বাংলাদেশে নৈরাজ্য সৃষ্টির পাঁয়তারা করছে। আমরা যারা বিপ্লবের অংশীদার এবং দীর্ঘদিন গণতান্ত্রিক সংগ্রামে আমরা যারা লড়াকু সৈনিক, এই দলের প্রত্যেকটি সদস্য ঐসব অপশক্তিকে সমূলে উৎপাটন করার ক্ষমতা রাখে ইনশাল্লাহ।
৩১ দফার প্রচারপত্র বিলি করার সময় অ্যাডভোকেট সামসুজ্জামান জামানের সাথে কোম্পানীগঞ্জ বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। এছাড়াও তিনি উপজেলার বিভিন্ন এলাকায় গিয়ে ৩১ দফার প্রচারপত্র বিলি করেন এবং নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেন।