বালাগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে বোয়ালজুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইদুর রহমান শিপু ওরফে শাহ শিপু (২৬) কে গ্রেপ্তা করেছে পুলিশ।
তিনি উপজেলার সোনাপুর গ্রামের মৃত সিতার আলীর ছেলে ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনহার মিয়ার অনুসারী বলে জানা গেছে।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (১০ নভেম্বর) গভীর রাতে কালিবাড়ি বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, নশিয়ারপুর গ্রামে একটি গানের অনুষ্ঠান শেষে ফেরার পথে কালিবাড়ি বাজারে পৌঁছালে বালাগঞ্জ থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।
বালাগঞ্জ থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ ফরিদুদ্দিন ভূইয়া বলেন,
রাতে পুলিশের বিশেষ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে।
থানা সূত্রে জানা গেছে, তার বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইন, ২০০৯ এর ধারা ৮/৯(১)/৯(২)/৯(৩)/১০/১১/১২ অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে।
মামলা নং-০৩, জিআর নং-৮৪, তারিখ-১১/১১/২০২৫ খ্রিঃ।