সিলেটের কানাইঘাটে লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়নের সীমান্তবর্তী বাখালছড়া গ্রামে প্রতিপক্ষের হাতে আব্দুল হান্নান হানাই (৫৫) নামে এক ব্যক্তি খুন হয়েছেন। এ ঘটনাটি ঘটেছে রবিবার (৯ নভেম্বর) ভোর ৫টার দিকে।
জানা যায়, পাশর্^বর্তী ডাউকেরগুল গ্রামের মৃত ফরমান সর্দারের পুত্র ফারুক আহমদ ও তার ভাই মঈন উদ্দিনের নেতৃত্বে ৭/৮ জন পূর্ব বিরোধের জেরে বাখালছড়া গ্রামের মৃত শফিকুল হকের পুত্র আব্দুল হান্নান হানাইকে তার বসত ঘরে হামলা চালিয়ে এলোপাতাড়ি পিঠিয়ে ও কুপিয়ে গুরুতর রক্তাক্ত জখম করে। আশংকা জনক অবস্থায় আব্দুল হান্নানকে তার স্বজনরা কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পর কতর্ব্যরত চিকিৎসকগণ তাকে মৃত ঘোষণা করেন। হান্নানের লাশ কানাইঘাট থানায় রয়েছে। নিতের স্ত্রী শিল্পী বেগম ও নিহতের বড় ভাই আব্দুল মন্নান সহ তার পরিবারের লোকজনদের অভিযোগ, আব্দুল হান্নান তার ছেলে শাহরিয়ার আহমদকে প্রবাসে পাঠানোর জন্য সম্প্রতি জমি বিক্রি করে ১০ লক্ষ টাকা ঘরে রাখেন।
শনিবার ভোর ৫টার দিকে টাকাগুলো লুটের উদ্দেশ্যে ডাউকেরগুল গ্রামের জেল হাজত খাটা কুখ্যাত ডাকাত ফারুক আহমদ ও তার ভাই মঈন উদ্দিন তাদের সহযোগী ৭/৮ জনদের সাথে নিয়ে আব্দুল হান্নানের বসত ঘরে প্রবেশ করে তাকে দেশীয় ধারালো অস্ত্রশস্ত্র দিয়ে পিঠিয়ে ও কুপিয়ে হত্যা করে ১০ লক্ষ টাকা লুট করে নিয়ে যায়।
তবে স্থানীয় অনেকের সাথে কথা বলে জানা গেছে, বছর খানেক পূর্বে জমি সংক্রান্ত বিরোধের মিমাংসা করতে গিয়ে আব্দুল হান্নান হানাই গংদের সাথে ডাকাত ফারুক আহমদের সংঘর্ষ হয়, এতে ফারুক আহমদ আহত হয়। এ ঘটনার প্রতিশোধ নিতে মূলত আব্দুল হান্নান হানাইকে তার বসত বাড়িতে হামলা চালিয়ে ফারুক আহমদ ও তার ভাই মঈন উদ্দিন গংরা হত্যা করেছে।
এলাকার অনেকে জানান, একাধিক ডাকাতি ও হত্যা মামলায় যাবতজীবন কারাদন্ড প্রাপ্ত ফারুক আহমদ ও তার ভাই মঈন উদ্দিন দীর্ঘ ২৫ বছর কারাভোগের পর প্রায় ৩ বছর পূর্বে হাজত বাস থেকে মুক্তি পেয়ে এলাকায় আসে। এলাকায় আসার পর ডাকাত ফারুক আহমদ বেশ কিছু অপরাধের সাথে জড়িয়ে পড়ে। তাদের হাতে আবারো আব্দুল হান্নান হানাই হত্যাকান্ডের ঘটনাটি জনমনে আতঙ্ক সৃষ্টি করেছে।
ঢাকায় ট্রেনিং এ থাকা থানার অফিসার ইনচার্জ আব্দুল আউয়ালের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আব্দুল হান্নান হানাই হত্যাকান্ডের ঘটনার সংবাদ পাওয়ার পর থানা পুলিশের একাধিক টিম হত্যাকান্ডের সাথে জড়িতদের আটক করতে অভিযান অব্যাহত রেখেছে। লাশ ময়না তদন্তের জন্য সিলেট মর্গে প্রেরন করা হবে বলে তিনি জানান।