জামালগঞ্জ উপজেলার উত্তর ইউনিয়নের কামিনীপুর গ্রামের নিজ বাড়ি থেকে শনিবার রাতে গাউসেল আজম (৫০) নামের এক শ্রমিকলীগ নেতা গ্রেপ্তার করেছে জামালগঞ্জ থানার এসআই পঙ্কজ ঘোষ সহ সঙ্গীয় ফোর্স।
গ্রেপ্তার গাউসেল আজম জামালগঞ্জ উত্তর ইউনিয়নের কামিনীপুর গ্রামের মৃত হানিফ শাহ'র ছেলে। তিনি জামালগঞ্জ উত্তর ইউনিয়নের শ্রমিকলীগের আহ্বায়ক বলে জানিয়েছে থানা পুলিশ।
জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাইফুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে জামালগঞ্জ থানা পুলিশ শ্রমিকলীগের উত্তর ইউনিয়নের আহ্বায়ক গাউসেল আজমকে সন্ত্রাস বিরোধী আইনে গ্রেপ্তার দেখিয়ে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।