সিলেটের গোয়াইনঘাট উপজেলার সদর ইউনিয়নে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে প্রচার মিছিল অনুষ্ঠিত হয়েছে। এ কর্মসূচির আয়োজন করেন সিলেট-৪ আসনে (গোয়াইনঘাট, জৈন্তাপুর ও কোম্পানীগঞ্জ) বিএনপির মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট সামসুজ্জামান জামানের সমর্থকরা।
বুধবার (৫ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার পরগনা বাজারে সাবেক ছাত্রদল নেতা জোবায়ের আহমদ আকাশ ও স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুল মালিকের নেতৃত্বে এ প্রচার মিছিল অনুষ্ঠিত হয়।
উপজেলা শ্রমিক দলের প্রচার সম্পাদক ইমাম উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত মিছিলে উপস্থিত ছিলেন-উপজেলা জাসাসের সাবেক যুগ্ম আহ্বায়ক আলী হোসেন, উপজেলা শ্রমিক দল নেতা আব্দুর রহিম, যুবনেতা মো. জামালসহ শতাধিক নেতাকর্মী।
প্রচার মিছিলটি পরগনা বাজার প্রদক্ষিণ করে পিরোজপুর সোনারহাট প্রধান সড়কে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
বক্তারা বলেন, ‘অ্যাডভোকেট সামসুজ্জামান জামান সিলেট-৪ আসনের মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতীক। তাঁর নেতৃত্বে ধানের শীষের বিজয় নিশ্চিত হলে এলাকায় গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়ের রাজনীতি প্রতিষ্ঠিত হবে।’